পালটে গেল পুজোর পেটপুজো, শহরে এবার এক ঝাঁক রেস্তো-পাব !

Last Updated:

শহর পাল্টাচ্ছে রোজ রোজ ৷ শহরবাসীর মেজাজও বদলে যাচ্ছে নিয়ম মেনেই ৷

#কলকাতা: শহর পাল্টাচ্ছে রোজ রোজ ৷ শহরবাসীর মেজাজও বদলে যাচ্ছে নিয়ম মেনেই ৷ তাই তো রেস্তোরাঁ মানে আগে যেমন ছিল একমাত্র পার্কস্ট্রিট ! সেই পুরনো চিন্তাভাবনায় নতুনত্বের রঙিন পোঁচ ৷ শহরের দক্ষিণে, শহরের নর্থ কিংবা সল্টলেক, রাজারহাট এখন বাঙালির পেটপুজোর নতুন ঠিকানা ৷ আর শুধু নতুন ঠিকানাতেই আটকে নয়, বরং রেস্তোরাঁর বদলে এখন নতুন ট্রেন্ড রেস্তোঁ-পাব, সব মিলিয়ে ক্যাফে ! যেন সব পেয়েছির আসর ৷
ডাইন আউট ব্যাপারটাই এখন বদলে গিয়েছে ৷ গেলাম আর খেয়ে চলে এলাম, এই নিয়ম এখন পুরনো ৷ তার বদলে, খাওয়ার সঙ্গে সঙ্গে আড্ডাটাও এখন মেইন ফ্যাক্টর ! কলকাতায় এরকমই এক চিন্তাভাবনা নিয়ে প্রায় এক ডজন রেস্তো-পাব বা ক্যাফে হাজির হয়েছে ৷ যেখানে খাবার-দাবারের সঙ্গে সঙ্গে আড্ডার মেজাজও তুঙ্গে৷
পুজোর আগে তাই আসুন এক নজরে দেওয়া নেওয়া যাক শহরের নতুন ক্যাফেগুলো কী রকম ৷ যাতে প্যান্ডেল হপিংয়ের মাঝে পেটপুজোটাও জমে ওঠে ৷
advertisement
advertisement
হোয়াটস আপ
হেঁটে হেঁটে ঠাকুর দেখে ক্লান্ত ৷ নানা স্বাদের কফি, মকটেল, শরবতে একটু গলা ভেজানো৷ কিংবা ইচ্ছে করলে একটু নেশা নেশা ভাব ৷ তাহলে ঢুঁ মারতেই মারেন হোয়াটসআপে ৷ ঠিকানা- 122A, Southern Avenue, Kolkata
2161c22b7f6d739f29dad73b82877d32_featured_v2
থ্যাঙ্ক গড ইটস ফ্রাইডে
পুজোর সময় সব দিনই যেন উইকএন্ড ৷ তাই ফ্রাইডে হোক বা অন্য কোনও দিন ৷ থ্যাঙ্ক গড ইটস ফ্রাইডে-তে পুজোর পেট পুজো জমতেই পারে ৷ এই পাব ইদানিং কলকাতায় খুবই জনপ্রিয় ৷ যার নেশায় বুঁদ হতে চান, তাঁদের জন্যও যেমন, তেমনি যাঁরা শুধুই হালকা পেট পুজোয় মাততে চান, তাঁদের জন্য থ্যাঙ্ক গড ইটস ফ্রাইডে একেবারে পারফেক্ট জায়গা ৷ ঠিকানা- Forum Mall, 10/3, Elgin Road, Elgin, Kolkata
advertisement
টার্মিনাল ইলেভেন
ঢাকের বাদ্যির সঙ্গে সঙ্গে একটু রক কিংবা ব্যান্ডের গান ৷ সঙ্গে ফিউশন খাবার ? এরকম পেটপুজো যদি আপনার তালিকায় থাকে তাহলে সোজা ঢুঁ মারুন টার্মিনাল ইলেভেনে ৷ এই পাবের ইন্টেরিয়ার আর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই ৷ যেন আপনার আড্ডার জন্যই তৈরি রয়েছে এই টার্মিনাল ইলেভেন ! ঠিকানা- BF 11, Sector 1, Salt Lake, Kolkata 700 064
advertisement
IMG_2525
ক্যাফে একান্তে
টেবিলে সুস্বাদু খাবার ৷ আর জানলার বাইরে নজর দিলেই প্রকৃতির নানা রূপ ৷ কুল কুল করে বয়ে যাওয়া জল ৷ রাজারহাটের ইকো পার্কে এমনই এক ক্যাফে ৷ নাম ক্যাফে একান্তে হাইজবোট রেস্টুরেন্ট৷ যার সুন্দর, শান্ত পরিবেশই আপনাকে সতেজ করে তুলবে ৷
advertisement
কী খাবেন?
একান্তে প্ল্যাটার, ভেটকি মোলায়েমি টিক্কা, নোলেন গুঁড়ের আইস ক্রিম ৷ দু’জনের জন্য খরচা পড়বে ১১০০ টাকা ৷
এভরি ডোর মিস্ট্রি
নামটাই এই ক্যাফের আসল পরিচয় ৷ কারণ, এই ক্যাফের থিমই হল নানা ধরণের দরজা ৷ আর সেই দরজার অন্দরেই রয়েছে নানা রোমাঞ্চ ! তবে শুধু ক্যাফের ইন্টেরিয়র নয়, এখানকার খাবারও আপনাকে মুগ্ধ করবে ৷ অ্যালেনবাই রোডের এই নতুন ক্যাফে আপনাকে নতুন রসনায় ডুবিয়ে দেবে ৷
advertisement
কী খাবেন?
পিৎজা, চিজ গার্লিক ব্রেড, মশালা ফ্রাই ৷ তদাম পড়বে ৭০০ ৷
58da325f59080100106f55f1
জ্যাম হাইজ
পেট ভরবে খাবারে, কিন্তু মন ভরবে গানে ৷ এরকমই এক চিন্তাভাবনা নিয়ে এজিসি বোস রোডে শুরু হয়েছে নতুন ক্যাফে জ্যাম হাউজ ৷ সঙ্গীত প্রেমী ও খাদ্য রসিকদের জন্য একেবারে পারফেক্ট জায়গা এই ক্যাফে ৷
advertisement
কী খাবেন?
প্যান ফ্রাইড মোমো, বানানা শেক, ফালাফেল রাপ ৷ দাম পড়বে ৯৫০ টাকা ৷
পোর হাউজ
আইটিতে কাজ করেন? আর অফিস সেক্টর ফাইভে? নো চিন্তা ৷ সেক্টর ফাইভও এখন হ্যাপেনিং ৷ পাব বা নাইট ক্লাবের ভক্তদের জন্য এবার সেক্টর ফাইভে খুলেছে নতুন পাব পোর হাইজ ৷ এর ইন্টেরিয়রই আপনার সারাদিনের ক্লান্তিকে দূর করবে এক নিমেষে৷ আরডিবির ঠিক পাশে এই পাব কিন্তু এখন শহরের ইন থিং ৷
কী খাবেন?
তন্দুরি বাওয়ারি পোট্যাটোস, অডি রিংস, পৌরিং নাচোস, ককটেল আর মকটেল ৷ দাম পড়বে ১৫০০ টাকা ৷
হোটেল সেনসেস, ওজোরা, হোয়াটসঅ্যাপ, টার্মিনাল ইলেভেন, ওরিয়েন্ট, দ্য উইশলিং কেটল, ব্লু মাগ, থ্যাঙ্ক গড ইটস ফ্রাইডে,
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
পালটে গেল পুজোর পেটপুজো, শহরে এবার এক ঝাঁক রেস্তো-পাব !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement