আজকের খবরের কাগজের সেরা খবর

Last Updated:

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ সোমবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
anandabazar11
১) শত্রু ঘরের না বাইরের,জঙ্গিরা বাড়ছে আড়ে-বহরে, উদ্বিগ্ন ডোভাল
advertisement
বাংলাদেশের গুলশনে শুক্রবারের জঙ্গি আক্রমণের পিছনে আইএস কতটা সক্রিয় ভূমিকায় ছিল, তা নিয়ে তদন্ত চলছে। কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে অনেক বেশি উদ্বেগের হল, এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে আইএস-এর বাড়বাড়ন্ত। যা ভবিষ্যতে আরও বড় আতঙ্কের কারণ হতে পারে। অজিত ডোভাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং গোয়েন্দাদের কাছে এই আশঙ্কার কথা জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
advertisement
২) আইএস বিতর্ক এড়িয়ে সন্ত্রাস নির্মূল চায় ঢাকা
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিন্তু তার পরেও রবিবার দাবি করেছেন, ‘‘আইএস-এর অস্তিত্ব বাংলাদেশে নেই। দেশের ভেতরের জঙ্গিরাই গুলশনে হামলা চালিয়েছে।’’ বছর দশেক আগে অবধি অনুষ্ঠান বা জনসভায় বিস্ফোরণ ঘটিয়ে মানুষ খুন ছিল বাংলাদেশের জঙ্গিদের কৌশল। কিন্তু বছর দুয়েক ধরে সে কৌশল বদলে তারা নির্দিষ্ট কোনও ব্যক্তিকে নিশানা করে খুন করার পথ নিয়েছিল। আইএস-এর মুখপত্র ‘দাবিক’-এর এপ্রিল সংখ্যাতেও এই কৌশলের কথা স্বীকার করে নিয়ে ঘোষণা করা হয়েছিল, কিছু দিনের মধ্যেই বাংলাদেশে ‘বড়সড় অভিযান’ চালানোর পরিকল্পনা নিয়েছে তারা। এর পরে তারা ‘সব চেয়ে বড় অভিযান’ চালিয়ে ক্ষমতা দখলের পথেও এগোবে।
advertisement
৩) এ কী ফুটবল! জয়েও অসুখী জার্মানি
গভীর রাত তখন। প্যারিস টাইমে প্রায় ১টা। দূরের গির্জার অস্পষ্ট ঘণ্টাধ্বনি কানে আসে। গম্ভীর ‘গং’ মনে করিয়ে দেয়, রাত অনেক হল। চলো বন্ধু, ফেরো নিজ নিকেতনে। কিন্তু ফিরব বললেই ফেরা যায়? কথা শোনে না অবাধ্য মন। যখন সে দেখে, চলে আসতে হবে বিশাল আইফেল টাওয়ার ফ্যান পার্কের মধ্যরাত-নাটক ফেলে! ওই যে টাকমাথার খর্বকায় জার্মান, উনি কী বলছেন? রণসাজে সজ্জিত লাল-কালো-হলুদ জনতা তাঁকে ঘিরে বসে। মাঝে-মাঝে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দুর্বোধ্য কিছু বলছেন খর্বকায়। শুনে হিংস্র নাদব্রহ্মে প্রত্যুত্তর উঠছে, ‘‘ডয়েশল্যান্ড! ডয়েশল্যান্ড!’’
advertisement
৪) ফুঁসছে ইতালি-জাপান, বাংলাদেশের উন্নয়নে যাঁরা, হত্যা তাঁদেরই
রোমের ক্লদিয়া ভিগ্গিয়ানির টুইটে জাপানি লণ্ঠনের ম্রিয়মাণ আলোর ছবি। সঙ্গে বার্তা, ‘ইতালি ও জাপান বরাবর সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে থাকবে’। টোকিও থেকে কাজুতো সুজুকির টুইট, ‘‘বাংলাদেশে জঙ্গিদের গুলি থেকে বাঁচতে আক্রান্তরা ‘আমি জাপানি, আমাকে গুলি কোরো না’’ বলে চিৎকার করছেন। যাঁরা বাংলাদেশের সমাজের উন্নয়নে কাজ করছিলেন, ঘাম ঝরাচ্ছিলেন, তাঁরাই কেমন অসহায় বোধ করছিলেন। জেনে মন ভারী হয়ে আসছে।’’
advertisement
bartaman_big11
১)বাংলাদেশে জোর তল্লাশি, রাজ্যে ঢোকার চেষ্টায় ১১ জঙ্গি নেতা
ঢাকার গুলশনে রেস্তরাঁ হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর পুলিশ এবং র্যা বের তাড়া খেয়ে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি’র ১১ জন শীর্ষনেতা ভারত-সীমান্তের কাছে ঘাপটি মেরে বসে রয়েছে বলে জানতে পেরেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের সন্ত্রাস এবং আন্তর্জাতিক অপরাধ দমন শাখা এই ঘটনার তদন্ত শুরু করেছে। রাজশাহী, সাতক্ষীরা, চট্টগ্রামসহ যে সমস্ত এলাকায় জেএমবি’র প্রভাব বেশি, সেখানেই নজরদারি জোরদার করা হয়েছে।
advertisement
২) রাজ্যে সীমান্ত জুড়ে ব্যাপক নজরদারি, টহল জলপথেও
সীমান্তের গ্রামে ‘নতুন অতিথি’র খোঁজে গোপনে নজরদারি শুরু করল রাজ্য পুলিশ। ঢাকায় ভয়াবহ জঙ্গি হানার জেরে উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলিতে এমনই বিশেষ তৎপরতা নেওয়া হয়েছে। পুলিশের দাবি, কোনও জঙ্গি যাতে সীমান্তের গ্রামে গা ঢাকা দিতে না পারে, তার জন্যই এই বিশেষ নজরদারি শুরু হয়েছে। সঙ্গে দুই দেশের আন্তর্জাতিক জল সীমান্তেও বিএসএফ এবং পুলিশ যৌথভাবে ‘রিভার পেট্রলিং’ শুরু করেছে।
advertisement
৩) হামলাকারী পাঁচ তরুণের ছবি প্রকাশ আইএসের
ইসলামিক স্টেট নাকি আল-কায়েদা! বাংলাদেশে গুলশন এলাকার স্প্যানিশ রেস্তোরাঁয় হামলাকারী কারা, তা নিয়ে যখন জোর জল্পনা, তখন পাঁচ তরুণের ছবি প্রকাশ করে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। পাঁচ তরুণের ছবি প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, ঢাকার গুলশনে ক্যাফেতে এরাই হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করেছে। যাঁরা ইসলাম ধর্মাবলম্বী নন বা ইসলামের নিয়মকানুন মানেন না বা কলমা পড়তে পারেননি, তাঁদেরকেই বেছে বেছে কুপিয়ে খুন করা হয়েছে। নিহতদের তালিকায় তাই বিদেশিদের সংখ্যাই বেশি।
৪) উত্তরপ্রদেশে ভোট: রাহুলের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কা নিয়েই প্রিয়াঙ্কাকে অঙ্ক কষে ব্যবহারে উদ্যোগী সোনিয়া
‘প্রিয়াঙ্কা লাও। পার্টি বাঁচাও।’ নির্বাচনের এখনও প্রায় এক বছর দেরি। তা সত্ত্বেও এখন থেকেই উত্তরপ্রদেশে এই স্লোগান উঠতে শুরু করেছে। রাহুল গান্ধীকে সরিয়ে প্রিয়াঙ্কাকে দলের দায়িত্ব দেবেন বলে কোনও খবর এখনও নেই। তারপরও কিন্তু উত্তরপ্রদেশে এবার দলের অন্যতম স্টার ক্যাম্পেনারের নাম প্রিয়াঙ্কা গান্ধী। শুধু আমেথি-রায়বেরিলি নয়, রাজ্যের অন্যত্রও দলের প্রচারমুখ এবার রাজীব-তনয়াই
বাংলা খবর/ খবর/Uncategorized/
আজকের খবরের কাগজের সেরা খবর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement