নারদা,সারদাকে হারিয়ে ২৯৪ আসনে আমিই প্রার্থী স্লোগানে জয়ী মমতা

Last Updated:

সারদায় নেতা-মন্ত্রীদের নাম জড়ানো। ভোটর মুখে উড়ালপুল বিপর্যয়। সেই সঙ্গে নারদের হুল। ভোটযুদ্ধে শাসকের বিরুদ্ধে দুর্নীতিকেই অস্ত্র করেছিল বিরোধীরা। কার্যত একা হাতে যার মোকাবিলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারদে দলীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তুলেছেন প্রার্থী বদলের প্রসঙ্গও। প্রকাশ্যেই ঘোষণা করেছেন দল নয়, দুর্নীতির দায় ব্যক্তির। তৃণমূল নেত্রীর এই কৌশলই ভোঁতা করে দিয়েছে বিরোধীদের দুর্নীতি অস্ত্র। যার পরিণাম আজকের ফলাফল।

#কলকাতা: সারদায় নেতা-মন্ত্রীদের নাম জড়ানো। ভোটর মুখে উড়ালপুল বিপর্যয়। সেই সঙ্গে নারদের হুল। ভোটযুদ্ধে শাসকের বিরুদ্ধে দুর্নীতিকেই অস্ত্র করেছিল বিরোধীরা। কার্যত একা হাতে যার মোকাবিলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারদে দলীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তুলেছেন প্রার্থী বদলের প্রসঙ্গও। প্রকাশ্যেই ঘোষণা করেছেন দল নয়, দুর্নীতির দায় ব্যক্তির। তৃণমূল নেত্রীর এই কৌশলই ভোঁতা করে দিয়েছে বিরোধীদের দুর্নীতি অস্ত্র। যার পরিণাম আজকের ফলাফল।
tmc 31
ভোটের শুরুতে অভিযোগের-অস্ত্রই ছিল না। কিন্তু হঠাৎই সারদার দোসর হয়ে দেখা দিয়েছিল নারদ। তৃণমূলের সাংসদ-বিধায়ক-নেতা-মন্ত্রীদের টাকা নেওয়ার গরমাগরম স্টিং অপারেশন। যা তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। ঘুষকাণ্ডে বিরোধীদের আক্রমণ তখন যেন রুটিন-বিষয়।
advertisement
tmc 32
advertisement
নারদের রেশ কাটতে না কাটতেই পোস্তার উড়ালপুল বিপর্যয়। দিনের ব্যস্ত সময় মহানগরীর মাথার উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল। ধ্বংসস্তূপের নিচ থেকে তখন শোনা যাচ্ছে নিরীহ মানুষের আর্তনাদ। বাম আমলে কাজ শুরু হওয়া উড়ালপুল দুর্ঘটনার জন্যেও তৃণমূলের দিকে আঙুল তুলেছিলেন বিরোধীরা। ভেঙে পড়া উড়ালপুলকে হাতিয়ার করেই শুরু হয়ে গিয়েছিল ঘুঁটি সাজানো।
advertisement
বাংলার ভোটযুদ্ধে শাসকের বিরুদ্ধে দুর্নীতিকেই মূল অস্ত্র করেছিল বিরোধীরা। বাম-কংগ্রেস-বিজেপির লাগাতার আক্রমণের মোকাবিলায় তৃণমূলের সেনাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। কার্যত একার হাতেই বিরোধীদের মোকাবিলা করেছিলেন তৃণমূল নেত্রী।
নারদকাণ্ডে শুরু থেকেই অস্বীকারের কৌশল নিয়েছিল তৃণমূল। তবে ভারসাম্য বজায় রাখতে দলীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছিল।
tmc 33
advertisement
শহুরে ভোটারদের বার্তা দিতে নারদ-অভিযুক্ত প্রার্থীদের বদলের প্রসঙ্গে উষ্কে দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো।
নারদ-অভিযুক্তদের সঙ্গে দলের দূরত্ব তৈরি করতেও কৌশলী পদক্ষেপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সারদা-নারদ-উড়ালপুল বিপর্যয়ের মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক মাস্টারস্ট্রোকই ভোঁতা করে দিয়েছে বিরোধীদের দুর্নীতি অস্ত্র। যার ফলে ফের নবান্নমুখী হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
নারদা,সারদাকে হারিয়ে ২৯৪ আসনে আমিই প্রার্থী স্লোগানে জয়ী মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement