কোপার বদলা কোয়ালিফায়ারে , আর্জেন্টিনার পর এবার পেরুকে হারাল ব্রাজিল !

Last Updated:

১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবল টপে সেলেকাওরা।

#লিমা: বদলে যাওয়া ব্রাজিল। আগুনে মেজাজ ছাড়াই জয় আসছে সহজে। আর্জেন্টিনার পর এবার পেরুকে হারাল নেইমাররা। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবল টপে সেলেকাওরা।
কোপার কোয়ার্টারে হারের বদলা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে। বজায় রইল সাম্বার ছন্দ। বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বে পেরুকে ২-০ গোলে হারাল ব্রাজিল।
ঘরের মাঠে উপচে পড়া গ্যালারির সামনেও সুবিধে করতে পারল না পেরু। তিতে জমানায় এটাই পাওনা হলুদ জার্সিদের। আর্জেন্টিনা ম্যাচের সেই আগুনে মেজাজটা ছিল না। কিন্তু তাতেও ম্যাচ বার করতে অসুবিধে হয়নি নেইমার, ফিলিপ কুটিনহোদের। ম্যাচে আগাগোড়া প্রাধান্য ছিল তিতে ব্রিগেডের। প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পেরু ডিফেন্সের লকগেট খুলে ফেলেন গ্যাব্রিয়েল জেসাস। এদিন ম্যাচের ৫৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল ৷ কুটিনহোর পাসে দুর্দান্ত ফিনিশ করেন জেসাস ৷ ১৯ বছরের এই ফরোয়ার্ড এবার অবদান রাখলেন দলের দ্বিতীয় গোলেও ৷ ডি-বক্সে ঢুকে ফাঁকায় থাকা সতীর্থকে বুদ্ধিদীপ্ত পাস দিয়েছিলেন তিনি। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান অগাস্টো। বাছাইপর্বে ৬ ম্যাচ খেলে ৫ গোল করা ছাড়াও তিনটি গোলে অবদান রাখলেন জেসাস।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
কোপার বদলা কোয়ালিফায়ারে , আর্জেন্টিনার পর এবার পেরুকে হারাল ব্রাজিল !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement