#কলকাতা: টেট প্রার্থীদের প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে ৷ শুক্রবার তাকে শর্তসাপেক্ষে জামিন দিল হাইকোর্ট ৷ ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি ৷ নথি খতিয়ে দেখে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে তাকে ৷গোপন জবানবন্দি ও আদালতের নথিতে ফারাক পাওয়া গিয়েছে ৷ তারই ভিত্তিতে জামিন মঞ্জুর করা হয় জয়প্রকাশের ৷ টাকা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা করেননি জয়প্রকাশ ৷ এই অভিযোগেই জয়প্রকাশকে গ্রেফতার করা হয় ৷ গোপন জবানবন্দিতে একই অভিযোগ করা হয় ৷ অভিযোগ জানান প্রদ্যুৎ হালদার ৷
শিক্ষক-ছাত্র সংগ্রাম ঐক্য মঞ্চের সভাপতি হলেন প্রদ্যুৎ ৷ আজ যাবতীয় নথি পরীক্ষা করে হাইকোর্ট ৷ প্রকাশ্য এজলাসে বিচারপতি জানিয়ে দেন, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে যা হাইকোর্টে বিচারাধীন ৷ তারই ভিত্তিতে অভিযুক্তকে জামিন দেওয়া হল ৷ এজলাসে জানান বিচারপতি জয়মাল্য বাগচি ৷ সপ্তাহে দু’বার তদন্তকারীর সঙ্গে দেখা করতে হবে জামিনপ্রাপ্ত জয়প্রকাশ মজুমদারকে ৷টেট প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার রাজ্যের শাসক দল তৃণমূল ও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেন ৷অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু পরিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন জয়প্রকাশ ৷ টেটের ফলপ্রকাশ নিয়ে তিনি মামলা করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ বলেছিলেন সুপ্রিম কোর্টে তিনি রাজ্যের বিরুদ্ধে মামলা করবেন ৷ এর জন্য প্রথমে তাকে ৪ লক্ষ টাকা ও পরে তিন লক্ষ টাকা দেন বেশ কিছুজন পরীক্ষার্থী ৷ কিন্তু সময় কেটে যায় জয়প্রকাশ কোনও আইনি পদক্ষেপ নেয়নি ৷ এমনকি যাদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন টেটের ফল প্রকাশ হলে তাদের মধ্যে কেউই TET উত্তীর্ণ হতে পারেনি। এরপরই থানায় অভিযোগ জানায় তাদের মধ্যে বেশ কয়েকজন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, BJP Leader, BJP leader Jayprakash, Bribe, ETV News Bangla, Fraud, Jayprakash Granted Bail, Teachers Recruitment, TET, TET Candidates