টেট প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা জয়প্রকাশকে শর্তসাপেক্ষে জামিন দিল হাইকোর্ট

Last Updated:

টেট প্রার্থীদের প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে ৷

#কলকাতা: টেট প্রার্থীদের প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে ৷ শুক্রবার তাকে শর্তসাপেক্ষে জামিন দিল হাইকোর্ট ৷ ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি  ৷ নথি খতিয়ে দেখে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে তাকে ৷
গোপন জবানবন্দি ও আদালতের নথিতে ফারাক পাওয়া গিয়েছে ৷ তারই ভিত্তিতে জামিন মঞ্জুর করা হয় জয়প্রকাশের ৷ টাকা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা করেননি জয়প্রকাশ ৷ এই অভিযোগেই জয়প্রকাশকে গ্রেফতার করা হয় ৷ গোপন জবানবন্দিতে একই অভিযোগ করা হয় ৷ অভিযোগ জানান প্রদ্যুৎ হালদার ৷
শিক্ষক-ছাত্র সংগ্রাম ঐক্য মঞ্চের সভাপতি হলেন প্রদ্যুৎ ৷ আজ যাবতীয় নথি পরীক্ষা করে হাইকোর্ট ৷ প্রকাশ্য এজলাসে বিচারপতি জানিয়ে দেন, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে যা হাইকোর্টে বিচারাধীন ৷ তারই ভিত্তিতে অভিযুক্তকে জামিন দেওয়া হল ৷ এজলাসে জানান বিচারপতি জয়মাল্য বাগচি ৷ সপ্তাহে দু’বার তদন্তকারীর সঙ্গে দেখা করতে হবে জামিনপ্রাপ্ত জয়প্রকাশ মজুমদারকে ৷
advertisement
advertisement
টেট প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার রাজ্যের শাসক দল তৃণমূল ও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেন ৷
অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু পরিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন জয়প্রকাশ ৷ টেটের ফলপ্রকাশ নিয়ে তিনি মামলা করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ বলেছিলেন সুপ্রিম কোর্টে তিনি রাজ্যের বিরুদ্ধে মামলা করবেন ৷ এর জন্য প্রথমে তাকে ৪ লক্ষ টাকা ও পরে তিন লক্ষ টাকা দেন বেশ কিছুজন পরীক্ষার্থী ৷ কিন্তু সময় কেটে যায় জয়প্রকাশ কোনও আইনি পদক্ষেপ নেয়নি ৷ এমনকি যাদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন টেটের ফল প্রকাশ হলে তাদের মধ্যে কেউই TET উত্তীর্ণ হতে পারেনি। এরপরই থানায় অভিযোগ জানায় তাদের মধ্যে বেশ কয়েকজন ৷
বাংলা খবর/ খবর/Uncategorized/
টেট প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা জয়প্রকাশকে শর্তসাপেক্ষে জামিন দিল হাইকোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement