তৃতীয় দিনের শেষে ৩৬৫ রানে পিছিয়ে বাংলাদেশ

Last Updated:

উপল টেস্টে ফলওয়ান বাঁচানোর লড়াই। তৃতীয় দিনের শেষে ছ’উইকেটে বাংলাদেশের স্কোর ৩১২।

#হায়দরাবাদ: উপল টেস্টে ফলওয়ান বাঁচানোর লড়াই। তৃতীয় দিনের শেষে ছ’উইকেটে বাংলাদেশের স্কোর ৩১২। ৮১ রানে অপরাজিত অধিনায়ক মুসফিকুর রহিম। দ্বিতীয় দিনে ৬৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল টিম কোহলি। শনিবার তৃতীয় দিনে এক উইকেটে ৪১ থেকে শুরু করে একের পর এক ধাক্কা।
লাঞ্চের আগে বাংলাদেশের স্কোর ছিল চার উইকেটে ১০৯। সেখান থেকে হাল ধরেন শাকিব আল হাসান ও অধিনায়ক মুসফিকুর। দু’জনের পার্টনারশিপে বাংলাদেশের স্কোরবোডে যোগ হয়েছে ১০৭ রান। তৃতীয় দিনের শেষে ৩৬৫ রানে পিছিয়ে বাংলাদেশ। এদিন, দেশের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রান করলেন অধিনায়ক মুসফিকুর রহিম।
অন্যদিকে এই টেস্টটি বিরাটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ১৯৩০-৩১ মরশুমে পরপর চারটি সিরিজে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ডন ব্র্যাডম্যান ৷ চলতি মরশুমে সেই নজির ছুঁলেন বিরাট ৷ তিনি থামতে চান না ৷ তিনি থামতে জানেন না ৷ মাঠে ব্যাট হাতে নামা মানেই রানের ফুলঝুড়ি ৷ একের পর এক রেকর্ডও তাই অনায়াসে করেই চলেছেন বিরাট কোহলি ৷ তিনি এখন ভারতীয় ক্রিকেটের কিং ৷ নতুন যুগের ভারতীয় দলের সচিন এখনও তিনিই ৷
advertisement
বাংলা খবর/ খবর/Uncategorized/
তৃতীয় দিনের শেষে ৩৬৫ রানে পিছিয়ে বাংলাদেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement