রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রীর গড়ে হানা দেওয়ার অভিনব কৌশল অমিত শাহের

Last Updated:

রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রীর গড়ে হানা দেওয়ার অভিনব কৌশল অমিত শাহের

#কলকাতা: রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রীর গড়ে হানা দেওয়ার কৌশল নিতে চলেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি? সফরের শেষ দিনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীর বাড়িতেই মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। হরিশ চ্যাটার্জী স্ট্রিট অর্থাৎ মুখ্যমন্ত্রীর পাড়াতেও বিজেপি সভাপতিকে হাজির করিয়ে চমক দেওয়ার পরিকল্পনা গেরুয়া শিবিরের। এক্ষেত্রে নির্দিষ্ট কৌশল নিয়েই এগোচ্ছে বিজেপি।
ভবানীপুর বিধানসভা বিধানকেন্দ্র। অর্থাৎ মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে আবারও হানা দিচ্ছেন অমিত শাহ। তবে এবার অমিত শাহকে সামনে রেখে আরও বড় চমক দিতে পারে বিজেপি। হরিশ চ্যাটার্জী স্ট্রিটে বিজেপি কর্মীর বাড়িতে হাজির হতে পারেন বিজেপি সভাপতি।
১৩ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত ৷ এর জন্য ৫ থেকে ৬ জন কর্মীর বাড়ি বাছা হয়েছে ৷ হরিশ চ্যাটার্জী স্ট্রিটে এক বিজেপি কর্মীর বাড়িও রয়েছে সেই তালিকায় ৷ মুখ্যমন্ত্রীর পাড়াতেই অমিতকে হাজির করে চমক দেওয়ার ভাবনা ৷ আগের বারও চেতলায় দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন বিজেপি সভাপতি ৷
advertisement
advertisement
কেন ফের মুখ্যমন্ত্রীর পাড়ায় বিজেপি সভাপতিকে হাজির করানোর পরিকল্পনা?
মাহালি দম্পতির ঘটনা থেকে শিক্ষা নিতে চাইছে বিজেপি
মুখ্যমন্ত্রীর পাড়ায় বিজেপি সভাপতি এলে তৃণমূলের ওপর চাপ বাড়বে
এবিষয়টিকে হাতিয়ার করে প্রচার চালানো যাবে
ওই বিজেপি কর্মীকে চাপ দেওয়া বা আক্রমণ হলে জাতীয় সংবাদমাধ্যমে তুলে ধরা যাবে
অমিতের সফরে রাজ্যে শাসকদল-সহ বিভিন্ন ঘটনায় অত্যাচারিত পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিতে চাইছে বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অত্যাচারিত পরিবারকে কলকাতায় আনা হচ্ছে। ১২ সেপ্টেম্বর তাদের সঙ্গে কথা বলবেন সর্বভারতীয় বিজেপি সভাপতি। সারবেন দুপুরের খাওয়া।
advertisement
গতবার আর দলিত পরিবারে খাওয়া সেরে প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন। তবে মাহালি দম্পতি তৃণমূলে যোগ দেওয়ায় প্রবল অস্বস্তিতে পড়তে বিজেপি সভাপতিকে। এবার তাই কৌশল বদল। তবে জনসংযোগের রাস্তাটা একই থাকছে। দলিত পরিবারের বদলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অত্যাচারিত পরিবারগুলিকে প্রচারের আলোয় আনতে চাইছে বিজেপি নেতৃত্ব। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ঢুকে চ্যালেঞ্জ ছোঁড়া।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রীর গড়ে হানা দেওয়ার অভিনব কৌশল অমিত শাহের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement