ব্রিজে আগুন ! হিসি করে আগুন নেভালেন ২২ বছরের থমাস

Last Updated:

স্ত্রী ও বাচ্চাকে নিয়ে সাউথএন্ডে ঘুরতে গিয়েছিলেন ২২ বছরের থমাস ৷ সঙ্গে ছিলেন তাঁদের সন্তানও ৷ অনেকক্ষণ ধরেই থমাস উসখুশ করছিলেন ৷

#লন্ডন: ধন্যি ছেলে বুদ্ধি ! ব্রিজের ওপর আগুন দেখতে পেয়েই, ছুট্টে আগুনের কাছে ৷ তারপর যা কীর্তিটা ঘটালেন ছেলেটি, তা দেখে হতবাক সবাই ৷
ঘটনাটা হল, স্ত্রী ও বাচ্চাকে নিয়ে সাউথএন্ডে ঘুরতে গিয়েছিলেন ২২ বছরের থমাস ৷ সঙ্গে ছিলেন তাঁদের সন্তানও ৷ অনেকক্ষণ ধরেই থমাস উসখুশ করছিলেন ৷ স্ত্রীকে বলছিলেন, শীঘ্রই বাড়ি চলো, না হলে প্যান্টেই হয়ে যাবে প্রসাব ! অন্যদিকে, স্ত্রী ঘুরতে ব্যস্ত, পাত্তাই দিচ্ছিলেন না থমাসের কথায় ৷
advertisement
advertisement
ঠিক এই সময়ই ঘটলা একেবারে অন্যরকম ঘটনা ৷ থমাস দেখলেন সাউথএন্ডের পিয়ের ব্রিজ থেকে ধুয়ো উঠছে ! দৌঁড়ে গেলেন ধুয়ো কাছে ৷ সবে তখন আগুন ধরতে শুরু করেছিল ব্রিজে ৷ আর দেরি করলেন না থমাস ৷ সোজা আগুনের কাছে গিয়ে প্যান্ট খুলে হিসি শুরু ! এ যেন এক ঢিলে দু’ পাখি মারা ৷ থমাসের এই কাণ্ডটি ছড়িয়ে পড়তেই, তিনি এখন রীতিমতো সেলিব্রিটি ৷ ভাগ্যিল হিসি চেপেছিল !
বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্রিজে আগুন ! হিসি করে আগুন নেভালেন ২২ বছরের থমাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement