বিনোদনের মাত্রা বাড়বে কয়েকগুণ, আসছে নতুন ধারাবাহিক 'নিশির ডাক'

Last Updated:

ভাল ও মন্দের যুদ্ধে শেষ পর্যন্ত কে হবে জয়ী ?

#কলকাতা: প্রতিদিনের জীবনে আমাদের যে প্রধান ৫টি প্রাথমিক চাহিদা রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এই সবের মধ্যে দিয়ে যদি ষষ্ঠ চাহিদা বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয় তো অনেকেই বেছে নেবেন বিনোদনকে ৷ প্রতিদিনের এক ঘেয়েমি জীবনে বিনোদনই একমাত্র নিয়ে আসতে পারে একরাশ ঠান্ডা বাতাস ৷ যা প্রতিদিনের জীবনে সঞ্চারিত করবে এনার্জির ও কাজের উদ্দমও থাকবে তুঙ্গে ৷
প্রতিদিনের জমজমাট বিনোদনের আসরে আপনার বিনোদনের মাত্রা বেশ কয়েক ধাপ বাড়িয়ে দিতেই আগামী ৩ ডিসেম্বর থেকে সোম থেকে শনি রাত সাড়ে ৮ টায় কালার্স বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'নিশির ডাক' ৷ এ এক ছোট্ট ও মিষ্টি মেয়ে তারার গল্প ৷
শ্রীময়ী ও তাঁর স্বামী তাঁদের বিয়ের দিনেই মা কালীর মন্দিরে কুড়িয়ে পেয়েছিল ফুটফুটে তারাকে ৷ রক্তের সম্পর্ক না থাকলেও শ্রীময়ী মেয়ের মতই ভালবাসার পরশ দিয়ে লালন পালন করছিল শিশুটিকে ৷ এরপরেই তাঁদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা ৷ এক তান্ত্রিক এসে তারাকে নিয়ে যেতে চায় ৷ এরপরেই শুরু হয় ভাল ও মন্দের মাঝে টানাপোড়েন ৷ শ্রীময়ী কি পারবে আগলে রাখবে তাঁর নয়নের মণি তারাকে ?
advertisement
advertisement
লম্বা সময়ের ব্যবধানে ফের টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া যাবে সৌরিতি বন্দ্যোপাধ্যায়কে নিশির ভূমিকায় দেখতে পাওয়া যায় তাঁকে ৷ কালার্স বাংলার বিখ্যাত ধারাবাহিক নাগলীলায় দেখতে পাওয়া গিয়েছে আগে ৷ টুম্পা ঘোষকে দেখতে পাওয়া যাবে শ্রীময়ীর ভূমিকায় ৷ শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় কালার্স বাংলায় আসছে নতুন কাহিনি 'নিশির ডাক' ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিনোদনের মাত্রা বাড়বে কয়েকগুণ, আসছে নতুন ধারাবাহিক 'নিশির ডাক'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement