বিনোদনের মাত্রা বাড়বে কয়েকগুণ, আসছে নতুন ধারাবাহিক 'নিশির ডাক'

Last Updated:

ভাল ও মন্দের যুদ্ধে শেষ পর্যন্ত কে হবে জয়ী ?

#কলকাতা: প্রতিদিনের জীবনে আমাদের যে প্রধান ৫টি প্রাথমিক চাহিদা রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এই সবের মধ্যে দিয়ে যদি ষষ্ঠ চাহিদা বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয় তো অনেকেই বেছে নেবেন বিনোদনকে ৷ প্রতিদিনের এক ঘেয়েমি জীবনে বিনোদনই একমাত্র নিয়ে আসতে পারে একরাশ ঠান্ডা বাতাস ৷ যা প্রতিদিনের জীবনে সঞ্চারিত করবে এনার্জির ও কাজের উদ্দমও থাকবে তুঙ্গে ৷
প্রতিদিনের জমজমাট বিনোদনের আসরে আপনার বিনোদনের মাত্রা বেশ কয়েক ধাপ বাড়িয়ে দিতেই আগামী ৩ ডিসেম্বর থেকে সোম থেকে শনি রাত সাড়ে ৮ টায় কালার্স বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'নিশির ডাক' ৷ এ এক ছোট্ট ও মিষ্টি মেয়ে তারার গল্প ৷
শ্রীময়ী ও তাঁর স্বামী তাঁদের বিয়ের দিনেই মা কালীর মন্দিরে কুড়িয়ে পেয়েছিল ফুটফুটে তারাকে ৷ রক্তের সম্পর্ক না থাকলেও শ্রীময়ী মেয়ের মতই ভালবাসার পরশ দিয়ে লালন পালন করছিল শিশুটিকে ৷ এরপরেই তাঁদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা ৷ এক তান্ত্রিক এসে তারাকে নিয়ে যেতে চায় ৷ এরপরেই শুরু হয় ভাল ও মন্দের মাঝে টানাপোড়েন ৷ শ্রীময়ী কি পারবে আগলে রাখবে তাঁর নয়নের মণি তারাকে ?
advertisement
advertisement
লম্বা সময়ের ব্যবধানে ফের টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া যাবে সৌরিতি বন্দ্যোপাধ্যায়কে নিশির ভূমিকায় দেখতে পাওয়া যায় তাঁকে ৷ কালার্স বাংলার বিখ্যাত ধারাবাহিক নাগলীলায় দেখতে পাওয়া গিয়েছে আগে ৷ টুম্পা ঘোষকে দেখতে পাওয়া যাবে শ্রীময়ীর ভূমিকায় ৷ শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় কালার্স বাংলায় আসছে নতুন কাহিনি 'নিশির ডাক' ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিনোদনের মাত্রা বাড়বে কয়েকগুণ, আসছে নতুন ধারাবাহিক 'নিশির ডাক'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement