রণমূর্তি ধারণ করল জলপাইগুড়ি মহিলা কলেজ ! দেখুন ভিডিও
Last Updated:
#জলপাইগুড়ি: টিএমসিপি-র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি মহিলা কলেজ ! মারামারি, ধ্বস্তাধস্তি থেকে রক্তপাত! চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল কলেজ চত্বরে। গুরুতর আহত দু’পক্ষের বেশ কয়েকজন মহিলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ! আপাতত দু'দলকেই নিরস্ত করা গিয়েছে! পুরো ঘটনাটাই খতিয়ে দেখছে পুলিশ!
সূত্রের খবর, ছাত্র সংসদ কার দখলে থাকবে ? সেই নিয়ে দু'দলের মধ্যে বচসার শুত্রপাত! সেখান থেকে কথা কাতাকাটি, তর্কবিতর্ক... ! এখানেই শেষ নয়! পরিবেশ ধীরে ধীরে উত্তাল হয়ে ওঠে! চড়তে থাকে উত্তেজনার পারদ এবং তারপর দুই দলের মহিলাদের মধ্যে যে দৃশ্য দেখা যায়, তাকে আক্ষরিক অর্থে চুলোচুলি ছাড়া কিছু বলা যায়না! কিল-চড়-লাথি-ঘুসি... বাদ যায় না কিছুই!
view commentsLocation :
First Published :
August 09, 2018 5:17 PM IST