বীরভূমে তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Last Updated:
#বীরভূম: সোমবার সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে তৃণমূলের দলীয় কার্যালয় ৷ বীরভূমের কাঁকড়তলার বড়রা গ্রামে বিস্ফোরণ ঘটে ৷ সেই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে কাঁকড়তলা থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, ধৃত ৭জনই তৃণমূল সমর্থক ৷ এর পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ৷ ঘটনাস্থল থেকে স্প্লিন্টার, হামান-দিস্তা উদ্ধার করেছে বম্ব স্কোয়াড ৷
সোমবার সাতসকালে বিস্ফোরণটি ঘটে ৷ বিকট শব্দ শুনে তৃণমূলের দলীয় কার্যালয় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ বিস্ফোরণের জেরে উড়ে যায় তৃণমূল কার্যালয়ের ছাদ ৷ এর পাশাপাশি গোটা কার্যালয়টিই প্রায় ভেঙে পড়ে ৷ এরপর স্থানীয় বাসিন্দাদের খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ ৷ কিন্তু এত বিস্ফোরক কোথা থেকে এল ? তৃণমূলের পার্টি অফিসেই কি মজুত ছিল বোমাগুলি ৷ এই সমস্ত বিষয়গুলি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷
advertisement
advertisement
তবে, বম্ব স্কোয়াডের প্রাথমিক অনুমান, পার্টি অফিসের ভিতরই বোমা তৈরি হত ৷ ভূলবশত ফেটে যায় বোমাগুলি ৷ যার জেরেই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ ৷
যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ‘পার্টি অফিসে অফিসে বিস্ফোরণ হয়নি ৷ পার্টি অফিস লক্ষ করে বোমা ছুঁড়ছিল দুষ্কৃতীরা ৷’
Location :
First Published :
September 11, 2018 1:16 PM IST