কেষ্টর গড়ে তৃণমূল কার্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ

Last Updated:
#বীরভূম: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তৃণমূলের দলীয় কার্যালয় ৷ বীরভূমের কাঁকড়তলার বড়রা গ্রামের ঘটনা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকড়তলা থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, সোমবার সাতসকালে বিস্ফোরণটি ঘটে ৷ বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে তৃণমূল কার্যালয়ের ছাদ ৷ দরজা জানলা ভেঙে গিয়েছে ৷ গোটা কার্যালয়টাই প্রায় ভেঙে গিয়েছে ৷
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশে থাকা বাড়ি ঘরের জানলা-দরজাও কেঁপে ওঠে ৷ এরপর স্থানীয় বাসিন্দাদের খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ৷ যদিও এই ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি ৷
advertisement
advertisement
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ‘পার্টি অফিসে বিস্ফোরণ হয়নি ৷ পার্টি অফিস লক্ষ করে বোমা ছুঁড়ছিল দুষ্কৃতীরা ৷’ যদিও বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত ৷
এই বিস্ফোরণের উদ্দেশ্য কি ? কারা এই ঘটনাটির সঙ্গে জড়িত রয়েছে ? এত বিস্ফোরক এলাকাতেই মজুত ছিল কিনা সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ ৷
advertisement
লাগাতার বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতনের জেরেই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷ এর পাশাপাশি নিত‍্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ‍্যাসের দাম বেড়ে যাওয়ার জেরে বাম-কংগ্রেসের ডাকে রাজ্য জুড়ে ভারত বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেস ৷ তারমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে পরিস্থিতি থমথমে হয়ে গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেষ্টর গড়ে তৃণমূল কার্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement