ফিরে এল নোটবন্দির আতঙ্ক, PoS থেকে ২০০০ টাকা পর্যন্ত তোলা যাবে, জানাল SBI
Last Updated:
বৃহস্পতিবার নগদ সংকট মোকাবিলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পদক্ষেপ, শহরতলির গ্রাহকেরা এখন থেকে দিনে ২ হাজার টাকা পর্যন্ত মেশিন থেকে তুলতে পারবেন, এর জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হবেনা ৷
#নয়াদিল্লি: বৃহস্পতিবার নগদ সংকট মোকাবিলায় নয়া পদক্ষেপ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, শহরতলির গ্রাহকেরা এখন থেকে দিনে ২ হাজার টাকা পর্যন্ত Pos মেশিন থেকে তুলতে পারবেন ৷ তবে এর জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হবেনা ৷
আরও পড়ুন : ছাপা বন্ধ হয়ে যাচ্ছে ২০০ ও ৫০০ টাকার নোট
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, টিয়ার ১ এবং ২ টি শহরে রিটেল আউলেটের মেশিনগুলি থেকে দিনে একটি কার্ডে শুধু ১০০০ টাকা এবং ছোট শহরগুলির জন্য প্রতিদিন ২০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন এর জন্য কোনও অতিরিক্ত শুল্ক লাগবে না ৷ এই পদক্ষেপের পিছনে ব্যাঙ্ক কর্তৃপক্ষের যুক্তি, এখনও পর্যন্ত পিএসওএস মেশিনে নগদ ৪.৭৮ লক্ষ টাকা জমা আছে ।
advertisement
এসবিআই ও অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকেরাও কোনও শুল্ক ছাড়াই ডেবিট কার্ডের সাহায্যে টিয়ার ৩ এবং টিয়ার ৬ মেশিন থেকে দিনে সর্বাধিক ১০০০ হাজার টাকা তুলতে পারবেন ৷ একইভাবে টিয়ার ১ এবং টিয়ার ৩ মেশিনে দিনে সর্বাধিক মূল্য ১০০০ টাকা তুলতে পারবে, এ ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত মাশুল গুনতে হবে না ৷ বৃহস্পতিবার ট্যুইট করে এই কথা জানিয়েছে এসবিআই কর্তৃপক্ষ ৷
advertisement
আরও পড়ুন : নোট ভোগান্তি চলবে আরও ৭ দিন !
বর্তমানে এসবিআইয়ের ৬.০৮ লক্ষ মেশিনে ৪.৭৮ লক্ষ টাকা নগদ জমা আছে ৷ এসবিআই সহ অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরা এই টাকা তুলতে পারবেন ৷ বিশেষত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারে এটিএমে নগদ সমস্যার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ৷
advertisement
বৃহস্পতিবার এসবিআই চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে জানান, অর্থসংকট আগামীকালের মধ্যেই মিটে যাবে যে যে এলাকায় নগদ সমস্যা চলছে সেখানে সেখানে পর্যাপ্ত টাকা পাঠানো হবে ৷
কিছু কিছু জায়গায় নগদ সঙ্কট দেখা দিলেও সার্বিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷ তেলেঙ্গানা ও বিহারে যেটুকু নোট সমস্যা আছে তাও কালকের মধ্যে মিটে যাবে বলে মনে করা হচ্ছে ৷
Location :
First Published :
April 19, 2018 6:14 PM IST