ইউজারদের দিওয়ালি গিফট ইউ টিউব-এর, নতুন সাজে আসছে জনপ্রিয় অ্যাপ

Last Updated:

You Tube new look: ভিডিও দেখা, ভিডিও নিয়ে কাজ করা হবে আরও সহজ। দেখুন কী জানাল ইউ টিউব।

#নয়াদিল্লি:  নতুন লুক নিয়ে আসছে ইউ টিউব।
ইউটিউব ঘোষণা করেছে, এবার ইউজাররা ভিডিওর জন্য জুম ইন এবং জুম আউট বিকল্প পাবেন। একেবারে নতুন ডিজাইনে আসছে ইউ টিউব। Google-এর মালিকানাধীন এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম iOS ও Android ডিভাইসে জুম ইন এবং জুম আউট করার অনুমতি দেবে।
কোম্পানি একটি ব্লগ পোস্টে জানিয়েছে, "আমরা এবার ফেসলিফ্ট এবং নতুন অনেকগুলি বৈশিষ্ট্য আনছি। এতে ইউজাররা ভিডিও দেখার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা পাবেন। "
advertisement
advertisement
আরও পড়ুন- YouTube ভিডিও থেকে সহজেই তৈরি হবে ক্লিপ,যেটুকু দরকার পাঠান সেটুকু
ডায়নামিক রঙের স্যাম্পলিং, অ্যাম্বিয়েন্ট মোড একটি সূক্ষ্ম প্রভাব রাখে। ফলে অ্যাপের পটভূমির রঙ ভিডিওর সঙ্গে মিলে যায়। এতে দর্শকরা সরাসরি বিষয়বস্তুর দিকে আকৃষ্ট হন। ফলে ভিডিওর দিকে আরও বেশি ফোকাস করেন ইউজার৷
এই ফিচারটি ওয়েব এবং মোবাইলে ডার্ক থিমে পাওয়া যাবে। ভিডিওর বিবরণে YouTube লিঙ্কগুলি বোতামে পরিণত হবে এবং লাইক, শেয়ার এবং ডাউনলোড, সেগুলির জন্যও অন্যরকম ফর্ম্যাট করা হয়েছে৷
advertisement
সংস্থা জানিয়েছে, সাবস্ক্রাইব বোতামটিও টাচ-আপ পাচ্ছে। নতুন আকৃতি এবং অন্যরকম দেখতে করে তোলা হবে সেটিকে। সেটি আর লাল থাকবে না। ফলে ওয়াচ পেজ বা চ্যানেল পেজে পৌঁছতে ইউজারদের আরও বেশি সুবিধা হবে।
advertisement
গুগল সিইও সুন্দর পিচাই এদিন একাধিক নতুন মোড, যেমন অ্যাম্বিয়েন্ট মোড, ডার্ক থিম, জুম ইন-আউট ফিচার সম্পর্কে ইউজারদের জানান।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ইউজারদের দিওয়ালি গিফট ইউ টিউব-এর, নতুন সাজে আসছে জনপ্রিয় অ্যাপ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement