নয়া ফিচার YouTube Emotes, ইউজারের ঠিক কী কাজে লাগবে! জেনে নিন
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
You Tube: এক নজরে দেখে নেওয়া যাক YouTube-এর নতুন এই ফিচার YouTube Emotes-এর সমস্ত খুঁটিনাটি।
#নয়াদিল্লি: সন্দেহ নেই, YouTube হল বিভিন্ন ধরনের ভিডিও দেখার ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কিন্তু, বর্তমানে YouTube সকলের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে YouTuber-দের জন্য।
YouTuber-রা এই প্ল্যাটফর্ম ব্যবহার করা তাদের ভিডিও পৌঁছে দিচ্ছে সকলের কাছে। একই সঙ্গে এর মাধ্যমে তাদের আয়ের নতুন পথ উন্মোচিত হয়েছে। এই কারনে YouTube বিভিন্ন ধরনের নতুন ফিচার নিয়ে আসছে। সম্প্রতি YouTube ব্যবহারকারীদের ভিডিওতে মন্তব্য করার বিষয় আরও আকর্ষণীয় করার জন্য একটি নতুন ফিচার চালু করেছে।
আরও পড়ুন- বিশ্বকাপ দেখতে গিয়ে নেট শেষ? সস্তার এই প্ল্যানগুলিতে প্রচুর ডেটা দিচ্ছে Jio
নতুন এই ফিচার দেখে মনে হচ্ছে, গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি Twitch-এর একটি বৈশিষ্ট্য দ্বারা অনুপ্রাণিত হয়ে এই নতুন ফিচারটি চালু করেছে।
advertisement
advertisement
প্ল্যাটফর্মটি গেমিংয়ের জন্য YouTube Emotes চালু করেছে। এক নজরে দেখে নেওয়া যাক YouTube-এর নতুন এই ফিচার YouTube Emotes-এর সমস্ত খুঁটিনাটি বিষয়।
YouTube সম্প্রতি তার একটি সাপোর্ট পেজে YouTube Emotes সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছে। সেই YouTube পোস্টে বলা হয়েছে যে YouTube Emotes হল স্ট্যাটিক ইমেজের মজার সেট।
এগুলিকে কমিউনিটির অনুভূতি তৈরি করতে প্ল্যাটফর্ম জুড়ে ব্যবহার করা যেতে পারে। প্ল্যাটফর্মটি জানিয়েছে যে বর্তমানে গেমিংয়ের জন্য YouTube Emotes তৈরি করা হয়েছে। ধীরে ধীরে YouTube Emotes অন্যান্য থিমগুলিতে রোল আউট করা হবে।
advertisement
YouTube-এর তরফে আরও জানানো হয়েছে যে, গেমিং ইমোটগুলি শিল্পী অ্যাবেল হেফোর্ড, গাই ফিল্ড এবং ইউজিন ওয়ান দ্বারা তৈরি করা হয়েছে। এই মুহুর্তে এটি স্পষ্ট নয় যে এটি বিশ্বব্যাপী রোলআউট করা হয়েছে কি না। অর্থাৎ সারা বিশ্বে নতুন এই YouTube Emotes চালু হয়েছে কি না সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।
advertisement
YouTube Emotes ব্যবহার করার উপায় -
ব্যবহারকারীরা লাইভ চ্যাট বা ভিডিওর মন্তব্য বিভাগে একটি স্মাইলি আইকন দেখতে পাবেন। YouTube Emotes ব্যবহার করতে সেই আইকনে ক্লিক করতে হবে। এখানে উপলব্ধ সমস্ত ইমোট এবং ইমোজি দেখতে পাওয়া যাবে। YouTube Emotes যে কোনও চ্যানেলের সদস্যতার কাস্টম ইমোজির নিচে থাকবে।
advertisement
YouTube আরও জানিয়েছে যে, এই YouTube Emotes-এর নির্দিষ্ট নামও রয়েছে। ব্যবহারকারীরা লাইভ চ্যাটকে স্বয়ংসম্পূর্ণ করতে সেই নাম টাইপ করতে পারেন। এগুলো কাস্টম ইমোজির মতো কাজ করবে।
উদাহরণস্বরূপ, কেউ যদি চ্যাটে cat-orange-whistling টাইপ করেন, তাহলে ইমোজি আসবে। Twitch যেভাবে কাজ করে এই YouTube Emotes তার মতো বলেই মনে করা হচ্ছে।
Location :
First Published :
December 08, 2022 6:55 PM IST