বিশ্বকাপ দেখতে গিয়ে নেট শেষ? সস্তার এই প্ল্যানগুলিতে প্রচুর ডেটা দিচ্ছে Jio

Last Updated:

Reliance Jio: জিও সিনেমা অ্যাপে দেখা যাচ্ছে ফুটবল বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং। এই সময়ে অনেকেই চান কম খরচের ডেটা প্ল্যানগুলো সম্পর্কে জেনে রাখতে।

#কলকাতা: চলছে বিশ্বকাপ ফুটবল। জিও সিনেমা অ্যাপে দেখা যাচ্ছে ফুটবল বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং। এই সময়ে অনেকেই চান কম খরচের ডেটা প্ল্যানগুলো সম্পর্কে জেনে রাখতে। কারণ, খেলা দেখার সময়ে ডেটা শেষ হয়ে গেলে ফের নতুন করে রিচার্জ করতে হয়। জেনে নিন, ২০০ টাকার নীচে জিও-র কিছু দুর্দান্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে। গ্রাহকরা মাই জিও অ্যাপে এই প্ল্যানগুলি সম্পর্কে জানতে পারবেন।
Jio-এর ১১৯ টাকার রিচার্জ প্ল্যানে বৈধতা ১৪ দিনের। এতে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানে গ্রাহকদের ১৪ দিনের জন্য ১.৫ জিবি করে ডেটা দেওয়া হয়। সেই সঙ্গে জিও সিকিউরিটি, জিও ক্লাউড এবং জিও সিনেমার মতো অন্যান্য জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়।
Jio-এর ১৪৯ টাকার প্ল্যানের বৈধতা ২০ দিনের। এতে দৈনিক ১ জিবি করে ডেটা মেলে। এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়। এর পাশাপাশি এই প্ল্যানে জিও সিকিউরিটি, জিও ক্লাউড এবং জিও সিনেমার মতো অন্যান্য জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও দেওয়া হয়।
advertisement
advertisement
Jio-এর ১৭৯ টাকার প্ল্যানের বৈধতা ২৪ দিনের। এতে গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানে আপনি ২৪ দিনের জন্য ১ জিবি করে ডেটা পাবেন। এই রিচার্জ প্ল্যানেও গ্রাহকরা পাবেন জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড মতো অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন।
advertisement
ফলে দেখা যাচ্ছে ২০০ থেকে ১০০ টাকা মধ্যে গ্রাহকরা এই ৩টি রিচার্জ প্ল্যানেই জিও সিনেমার সুবিধা পাবেন। এই জিও সিনেমা অ্যাপেই আপনি আবার বিশ্বকাপের খেলা দেখতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বিশ্বকাপ দেখতে গিয়ে নেট শেষ? সস্তার এই প্ল্যানগুলিতে প্রচুর ডেটা দিচ্ছে Jio
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement