WhatsApp-এ ভোট! নতুন পোল ফিচার কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

Last Updated:
WhatsApp-এর পোল ফিচারের প্রয়োগ গ্রুপ চ্যাট এবং পার্সোনাল চ্যাট দুটি ক্ষেত্রেই করা যেতে পারে।
1/8
বর্তমানে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোল ফিচার উপলব্ধ রয়েছে। পোল ফিচারের জনপ্রিয়তা দেখে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp চালু করেছে এই ফিচার। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp-এ এতদিন আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের নির্দিষ্ট ইউজারদের জন্য বিটা প্ল্যাটফর্মে এই ফিচারের পরীক্ষা করছিল।
বর্তমানে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোল ফিচার উপলব্ধ রয়েছে। পোল ফিচারের জনপ্রিয়তা দেখে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp চালু করেছে এই ফিচার। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp-এ এতদিন আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের নির্দিষ্ট ইউজারদের জন্য বিটা প্ল্যাটফর্মে এই ফিচারের পরীক্ষা করছিল।
advertisement
2/8
এখন এই ফিচার স্টেবল ভার্সনে সকল WhatsApp ইউজারদের জন্য উপলব্ধ। WhatsApp-এর পোল ফিচারের প্রয়োগ গ্রুপ চ্যাট এবং পার্সোনাল চ্যাট দুটি ক্ষেত্রেই করা যেতে পারে।
এখন এই ফিচার স্টেবল ভার্সনে সকল WhatsApp ইউজারদের জন্য উপলব্ধ। WhatsApp-এর পোল ফিচারের প্রয়োগ গ্রুপ চ্যাট এবং পার্সোনাল চ্যাট দুটি ক্ষেত্রেই করা যেতে পারে।
advertisement
3/8
WhatsApp তাদের পোল ফিচারের মাধ্যমে ইউজারদের নানা অপশনের সঙ্গে রিপ্লাই দেওয়ার জন্য পোল ক্রিয়েট করার সুবিধা দিচ্ছে। এর ফলে WhatsApp-এর মাধ্যমে ক্রিয়েট করা পোলে যে কেউ বিভিন্ন বিকল্পের থেকে একটি বেছে নিয়ে নিজেদের ভোট দিতে পারবে।
WhatsApp তাদের পোল ফিচারের মাধ্যমে ইউজারদের নানা অপশনের সঙ্গে রিপ্লাই দেওয়ার জন্য পোল ক্রিয়েট করার সুবিধা দিচ্ছে। এর ফলে WhatsApp-এর মাধ্যমে ক্রিয়েট করা পোলে যে কেউ বিভিন্ন বিকল্পের থেকে একটি বেছে নিয়ে নিজেদের ভোট দিতে পারবে।
advertisement
4/8
অর্থাৎ এর মাধ্যমে একজন ব্যক্তি এক অথবা সকল অপশনের জন্য ভোট দিতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর পোল ফিচার ব্যবহার করার উপায়।
অর্থাৎ এর মাধ্যমে একজন ব্যক্তি এক অথবা সকল অপশনের জন্য ভোট দিতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর পোল ফিচার ব্যবহার করার উপায়।
advertisement
5/8
WhatsApp-এর এই পোল ফিচার গ্রুপে কাজ করার সঙ্গে সঙ্গে পার্সোনাল চ্যাটেও কাজ করবে। WhatsApp-এর পোল ফিচারের বিশদে যাওয়ার আগে নিজেদের WhatsApp আপডেট করা রয়েছে কি না সেটি দেখা প্রয়োজন। যদি সেটি না করা থাকে তাহলে এখনই WhatsApp-এর লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে। এরপর WhatsApp-এর পোল ফিচার ব্যবহার করার জন্য নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে।
WhatsApp-এর এই পোল ফিচার গ্রুপে কাজ করার সঙ্গে সঙ্গে পার্সোনাল চ্যাটেও কাজ করবে। WhatsApp-এর পোল ফিচারের বিশদে যাওয়ার আগে নিজেদের WhatsApp আপডেট করা রয়েছে কি না সেটি দেখা প্রয়োজন। যদি সেটি না করা থাকে তাহলে এখনই WhatsApp-এর লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে। এরপর WhatsApp-এর পোল ফিচার ব্যবহার করার জন্য নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে।
advertisement
6/8
WhatsApp-এর পোল ফিচার ব্যবহার করার জন্য এর লেটেস্ট ভার্সন আপডেট করার পর সবার প্রথমে নিজেদের স্মার্টফোনে WhatsApp খুলতে হবে।। এরপর যে কোনও গ্রুপ চ্যাট অথবা পার্সোনাল চ্যাট খুলতে হবে। এরপর অ্যান্ড্রয়েড ইউজারদের অ্যাটাচমেন্ট অপশন এবং আইওএস ইউজারদের প্লাস অপশনে ক্লিক করতে হবে।
WhatsApp-এর পোল ফিচার ব্যবহার করার জন্য এর লেটেস্ট ভার্সন আপডেট করার পর সবার প্রথমে নিজেদের স্মার্টফোনে WhatsApp খুলতে হবে।। এরপর যে কোনও গ্রুপ চ্যাট অথবা পার্সোনাল চ্যাট খুলতে হবে। এরপর অ্যান্ড্রয়েড ইউজারদের অ্যাটাচমেন্ট অপশন এবং আইওএস ইউজারদের প্লাস অপশনে ক্লিক করতে হবে।
advertisement
7/8
সেখানে দেখা যাবে কন্টাক্ট, লোকেশন, ডকুমেন্ট, পেমেন্ট এবং ক্যামেরার মতো বিভিন্ন অপশন। সেখানেই একেবারে শেষে পোল অপশন দেখা যাবে। পোল ক্রিয়েট করার জন্য সেই অপশনে ক্লিক করতে হবে। এরপর 'Ask Question'-এর জায়গায় নিজেদের প্রশ্ন এন্টার করতে হবে। এরপর ভোটিংয়ের জন্য অপশন যুক্ত করতে হবে। ভোটিংয়ের জন্য সর্বোচ্চ ১২টি অপশন যুক্ত করা যাবে। সমস্ত ডিটেল যুক্ত করার পর সেন্ড অপশনে ক্লিক করতে হবে।
সেখানে দেখা যাবে কন্টাক্ট, লোকেশন, ডকুমেন্ট, পেমেন্ট এবং ক্যামেরার মতো বিভিন্ন অপশন। সেখানেই একেবারে শেষে পোল অপশন দেখা যাবে। পোল ক্রিয়েট করার জন্য সেই অপশনে ক্লিক করতে হবে। এরপর 'Ask Question'-এর জায়গায় নিজেদের প্রশ্ন এন্টার করতে হবে। এরপর ভোটিংয়ের জন্য অপশন যুক্ত করতে হবে। ভোটিংয়ের জন্য সর্বোচ্চ ১২টি অপশন যুক্ত করা যাবে। সমস্ত ডিটেল যুক্ত করার পর সেন্ড অপশনে ক্লিক করতে হবে।
advertisement
8/8
এরপর নিজেদের কন্টাক্টের মধ্যে সেই পোল সেন্ড করা যাবে। WhatsApp পোল ফিচারে এখনও পর্যন্ত ভোট করার জন্য অপশনের লিমিট নির্দিষ্ট করে দেয়নি। একজন ব্যক্তি চাইলে উত্তরের সমস্ত অপশনের জন্য পোল করতে পারেন। অন্যের ক্রিয়েট করা WhatsApp পোলে রিপ্লাই এবং রিয়্যাক্ট করা সম্ভব। কিন্তু সেটি শেয়ার অথবা ফরোয়ার্ড করা সম্ভব নয়।
এরপর নিজেদের কন্টাক্টের মধ্যে সেই পোল সেন্ড করা যাবে। WhatsApp পোল ফিচারে এখনও পর্যন্ত ভোট করার জন্য অপশনের লিমিট নির্দিষ্ট করে দেয়নি। একজন ব্যক্তি চাইলে উত্তরের সমস্ত অপশনের জন্য পোল করতে পারেন। অন্যের ক্রিয়েট করা WhatsApp পোলে রিপ্লাই এবং রিয়্যাক্ট করা সম্ভব। কিন্তু সেটি শেয়ার অথবা ফরোয়ার্ড করা সম্ভব নয়।
advertisement
advertisement
advertisement