YouTube দীপাবলি অফার! মাত্র ১০ টাকায় মিলবে প্রিমিয়াম মেম্বারশিপ, এবার বিজ্ঞাপন ছাড়াই চলবে ভিডিও
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
ইউটিউব নিয়ে এসেছে দীপাবলির বিশেষ এক অফার। এই অফারের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র ১০ টাকা খরচ করেই ৩ মাসের জন্য এই পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন।
বর্তমানে একটি জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হল YouTube। সকলের স্মার্টফোনেই থাকে এই ইউটিউব। কারণ যে কোনও ধরনের ভিডিও দেখার জন্য ইউটিউবই হল প্রথম বিকল্প। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও খুব সহজেই দেখা যায়। কিন্তু অনেক সময়ই ইউটিউবে কোনও ভিডিও দেখার সময় ভেসে ওঠে অনেক বিজ্ঞাপন। আর ইউটিউবের এই অ্যাড অন সার্ভিসের জন্য অনেক গ্রাহকই বিরক্ত হয়ে যান। ভিডিও কিংবা কোনও কিছু দেখার মজাটাই নষ্ট হয়ে যায়।
আর এই সমস্যা দূর করার উপায়ও রয়েছে। অর্থাৎ এই ধরনের বিজ্ঞাপনকে বাদ দিয়েও ইউটিউবে ভিডিও দেখা সম্ভব। আসলে এর জন্য ইউটিউবের অ্যাডস ফ্রি পরিষেবা রয়েছে। গুগল এর জন্য ইউটিউবে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অফার দিয়ে থাকে। এই পরিষেবার মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন না।
কিন্তু এই অ্যাড-ফ্রি পরিষেবার সুবিধা পাওয়ার জন্য পেমেন্ট করতে হয় ইউটিউব ব্যবহারকারীদের। কিন্তু সম্প্রতি ইউটিউব নিয়ে এসেছে দীপাবলির বিশেষ এক অফার। এই অফারের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র ১০ টাকা খরচ করেই ৩ মাসের জন্য এই পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে ইউটিউবের তরফে অফিশিয়ালি এই অফার সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন - চুরি হয়েছে ফেসবুকের তথ্য! ১ মিলিয়ন গ্রাহককে সতর্ক করল মেটা! আপনি নেই তো সেই তালিকায়? জানুন
আসলে ইউটিউবে এই প্রিমিয়াম মেম্বারশিপ পরিষেবার জন্য প্রতি মাসে ১২৯ টাকা করে দিতে হয় ব্যবহারকারীদের। কিন্তু জানা গিয়েছে যে, ইউটিউব সম্প্রতি দিওয়ালি অফারের মাধ্যমে ইউটিউব প্রিমিয়াম পরিষেবার সুবিধা দিচ্ছে মাত্র ১০ টাকায়। আর এত কম টাকায় ৩ মাসের জন্য ব্যবহারকারীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক, এই সুবিধা গ্রহণ করার উপায়।
advertisement
এর জন্য সবার প্রথমে https://www.youtube.com/premium?app=desktop&cc=r3svf9tt8vxnpv লিঙ্কে গিয়ে ব্যবহারকারীকে দেখে নিতে হবে, এই অফার তাঁর জন্য উপলব্ধ রয়েছে কি না। এ-ক্ষেত্রে যদি সেই অফার দেখা না-যায়, তা-হলে অন্য কোনও জিমেল অ্যাকাউন্ট থেকে এই লিঙ্কে গিয়ে আবার দেখতে হবে। এর পর পেটিএম-এ গিয়ে গুগল প্লে রিচার্জ কোড সার্চ করতে হবে। সেখান থেকে ১০ টাকার রিচার্জ কুপন ক্রয় করতে হবে। কিছু সময় পর মেলে একটি কোড আসবে।
advertisement
এর পর https://play.google.com/redeem লিঙ্কে যেতে হবে। এখানে ব্যবহারকারীদের রিডিম কোড দিতে হবে। যা পেটিএম থেকে পাওয়া গিয়েছে। এর পর কনফর্মেশনের পপ-আপ দেখা যাবে। তার পরে কনফর্ম অপশনে ক্লিক করতে হবে। এর পর সেই ১০ টাকা ইউজারদের গুগল প্লে অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। সবার প্রথম ধাপে দেওয়া ইউটিউব প্রিমিয়াম লিঙ্কে যেতে হবে। এখানে গুগল প্লে ব্যালেন্সকে পেমেন্ট মোড হিসেবে বেছে নিতে হবে। এর পরই ব্যবহারকারীরা মাত্র ১০ টাকায় ৩ মাস পর্যন্ত ইউটিউব প্রিমিয়াম অফারের সুবিধা গ্রহণ করতে পারবেন।
advertisement
ইউটিউব প্রিমিয়ামের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও নানা ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হল- ব্যবহারকারীরা যে কোনও ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন, অ্যাড ফ্রি সাবস্ক্রিপশনেরও সুবিধা পেতে পারেন। এমনকী ইউটিউব মিউজিকও কোনও বিজ্ঞাপন ছাড়াই একটানা চলবে। আর স্ক্রিন লক হয়ে গেলেও ভিডিও চলবে।
view commentsLocation :
First Published :
October 12, 2022 12:10 PM IST

