এবার অ্যান্ড্রয়েড ফোনেও 3D ক্যামেরা! গবেষণা চলছে Lidar প্রযুক্তি নিয়ে

Last Updated:

Apple-এর নবতম সংযোজন iPhone 13 Pro-এর দৌলতে আপাতত প্রায় সকলেই জানি এই বিশেষ ক্যামেরা কী কী কাজ করতে পারে।

#নয়াদিল্লি: থ্রি ডি (3D) ক্যামেরা ক্রমশ বদলাচ্ছে, আগামী দিনে তা আরও সুলভ হয়ে উঠতে পারে। আর এমনটা সত্যি হলে আখেরে লাভ হতে চলেছে স্মার্টফোনগুলির। গবেষকরা একটি সম্প্রতি এক নতুন ধরনের 3D ক্যামেরা তৈরি করেছেন, যার দাম বেশ কম। LiDAR প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই ক্যামেরা স্মার্টফোনগুলিতে ব্যবহার করা যেতে পারে।
Lidar ক্যামেরা কী, তা আমরা অবশ্য জেনে গিয়েছি। Apple-এর নবতম সংযোজন iPhone 13 Pro-এর দৌলতে আপাতত প্রায় সকলেই জানি এই বিশেষ ক্যামেরা কী কী কাজ করতে পারে। ফেস আইডি স্ক্যানিং-এর মতো উন্নত প্রযুক্তিগত কারিগরির ক্ষেত্রে TrueDepth ক্যামেরার নির্ভরযোগ্যতা আরও বাড়িয়ে দেয় এই Lidar প্রযুক্তি। আশা করা যায়, খুব শীঘ্রই সমস্ত স্মার্টফোনেই এমন প্রিমিয়াম ক্যামেরা পাওয়া যাবে, প্রযুক্তির কল্যাণে।
advertisement
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আলোক তরঙ্গ ব্যবহার করে দূরত্ব পরিমাপ করতে সক্ষম ইমেজ সেন্সরগুলির সম্ভাবনা নিয়ে কাজ করছেন। এই বিশেষ Lidar প্রযুক্তিই 3D চিত্র তৈরিতে সহায়তা করে। ক্যামেরা সেন্সরে Lidar প্রযুক্তি ব্যবহার করা হলে রাতে বা কম আলোর ভিতরেও উন্নত মানে ফটোগ্রাফি করা সম্ভব হবে। বা বলা যায় এই প্রযুক্তি বড় ভূমিকা পালন করবে ছবির গুণমান বাড়িয়ে তুলতে।
advertisement
advertisement
কিন্তু সমস্যা হল Apple যে প্রযুক্তি ব্যবহার করেছে, তা বেশ ব্যয়বহুল। ওই প্রযুক্তি ব্যবহার করে সাধারণ স্মার্টফোনে 3D ক্যামেরা লাগানো সম্ভব নয়। সে কারণেই গবেষকেরা চেষ্টা করেছেন কম খরচে ওই একই ধরনের সেন্সর তৈরি করার। মনে করা হচ্ছে এই সেন্সর প্রায় একই রকম ফলাফল দিতে সক্ষম হবে।
advertisement
কম খরচে এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা স্মার্টফোন নির্মাতারা নতুন করে পরিকল্পনা করতে পারবেন যাতে, সাধারণ মানুষের হাতের নাগালে আনা যায় বিশেষ সুবিধাযুক্ত ওই ফোন। আসলে Lidar প্রযুক্তিকে একটি সাধারণ সেন্সরে একত্রিত করা বেশ কঠিন। কিন্তু এই গবেষকরা সাধারণ ক্যামেরা সেন্সরগুলির মাধ্যমেই সেই কঠিন কাজকে সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গবেষকরা মনে করছেন, সেন্সরের আকার বেড়ে গেলে Lidar-এর পরিসরও বাড়বে।
advertisement
3D ছবি তোলার পাশাপাশি Lidar প্রযুক্তি বায়োমেট্রিকের মাধ্যমে ডিভাইসের সার্বিক নিরাপত্তাও বাড়ায়। স্মার্টফোনের জন্য ফেস আইডি-এর মতো নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা যেতে পারে। খরচ যদি সাধ্যের মধ্যে চলে আসে, তা হলে এই নিরাপত্তা ব্যবস্থা করা যেতে পারে সব স্মার্টফোনেই।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার অ্যান্ড্রয়েড ফোনেও 3D ক্যামেরা! গবেষণা চলছে Lidar প্রযুক্তি নিয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement