oneplus 10r: লঞ্চের আগেই Amazon-এ ফাঁস হয়ে গেল OnePlus 10R-এর চেহারা, দেখে নিন একনজরে

Last Updated:

oneplus 10r: বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে, ফোনের পিছনে রয়েছে একটি বর্গাকার মডিউল। তারই ভিতরে রয়েছে তিনটি ক্যামেরা।

#নয়াদিল্লি: এই সপ্তাহের শুরুতে, OnePlus ঘোষণা করেছিল যে, এপ্রিলের শেষে তারা ভারতে একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। আগামী ২৮ এপ্রিল সেই অনুষ্ঠানের দিনও স্থির হয়ে রয়েছে। ওই অনুষ্ঠানেই OnePlus লঞ্চ করতে পারে তাদের নতুন স্মার্টফোন OnePlus Nord CE 2 Lite এবং Nord Buds ইয়ারফোন। শুধু তাই নয় ওই দিনই সংস্থার নিজস্ব 10 সিরিজের ফোন-সহ আরও কিছু পণ্য লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হল OnePlus 10R। তবে কোনও কিছুই এখনও স্পষ্ট করে জানায়নি OnePlus কর্তৃপক্ষ। যদিও তাদের শেষতম টিজারে যা দেখা গিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে দু’টি ফোন এবং একটি ইয়ারবাড লঞ্চ হতে চলেছে।
কিন্তু আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের আগেই ফাঁস হয়ে গিয়েছে OnePlus 10R-এর বিজ্ঞাপনী ভিডিও। Amazon-এর বিজ্ঞাপনী ভিডিও-টি প্রথম দেখেছিলেন @rudransh116 নামে এক টুইটার ব্যবহারকারী। টিজারটিতে দেখা গিয়েছে আসন্ন স্মার্টফোনের ডিজাইন। আর তা নিয়েই উচ্ছ্বসিত নেটিজেনরা, কারণ এর আগে OnePlus-এর যতগুলি ডিভাইস ছিল, এটি একেবারেই তার মতো দেখতে নয়।
কেমন সেই ডিজাইন?
বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে, ফোনের পিছনে রয়েছে একটি বর্গাকার মডিউল। তারই ভিতরে রয়েছে তিনটি ক্যামেরা। রয়েছে দু’টি সেন্সর এবং আরও একটি LED ফ্ল্যাশ-সহ বড় সেন্সর। টিজারে দেখা যাচ্ছে ফোনটি আদতে ম্যাট ফিনিশড, এমন ডিজাইন এর আগে OnePlus-এর কোনও মডেলে দেখা যায়নি।
advertisement
advertisement
মনে করা হচ্ছে OnePlus 10R ফোনটি 9R-এর জায়গা দখল করে নেবে এবং সফল হবে। OnePlus 9RT লঞ্চের পর এ দেশে আনুষ্ঠানিক ভাবে বন্ধ হয়ে গেছে 9R। তবে ওই ফোনটি এখনও Amazon-এ পাওয়া যায়। দাম শুরু হয় ৩৩,৯৯৯ টাকা থেকে ৩৭,৯৯৯ টাকার মধ্যে। মনে করা হচ্ছে OnePlus 10R ওই একই মূল্যমানের মধ্যেই বাজারে আসতে চলেছে।
advertisement
OnePlus 10R স্পেসিফিকেশন
ইতিমধ্যেই কানাঘুষোয় OnePlus 10R সম্পর্কে যেটুকু জানা গিয়েছে তাতে মনে করা হচ্ছে, ফোনটি ৬.৭-ইঞ্চি FHD+ E4 AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ -সহ তৈরি করা হয়েছে। সফ্টওয়্যারের দিক থেকে মনে করা হচ্ছে এটি অ্যান্ড্রয়েড 12-ভিত্তিক অক্সিজেনওএস কাস্টম স্কিন আউট-অফ-দ্য-বক্সে চলবে।
সেই সঙ্গে এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 চিপসেট দ্বারা চালিত বলে বলা হয়েছে যা 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ পর্যন্ত যুক্ত। ফোনটির দু’টি মডেলে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে— একটি 4,500mAh ব্যাটারি এবং 150W দ্রুত চার্জিং-সহ, এবং অন্যটি 5,000mAh ব্যাটারি এবং 80W চার্জ-সহ।
advertisement
আসন্ন OnePlus 10 সিরিজের স্মার্টফোনের অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে— স্টিরিও স্পিকার, ডলবি অডিও, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS, NFC এবং একটি USB Type-C পোর্ট।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
oneplus 10r: লঞ্চের আগেই Amazon-এ ফাঁস হয়ে গেল OnePlus 10R-এর চেহারা, দেখে নিন একনজরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement