#নয়াদিল্লি: ঘরবন্দি দশা এখনই কাটছে না। ৪ মে থেকে আরও ১৪ দিনের জন্য লকডাউন দেশ। ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের। জোন ধরে লকডাউন নির্দেশিকা কেন্দ্রের। অরেঞ্জ জোন ও গ্রিন জোনে লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত হল। অরেঞ্জ জোনে অনুমতি নিয়ে বেশ কিছু পরিষেবা চালুর অনুমতি। গ্রিন জোনে ছাড় আরও বেশি।
দেশে লকডাউনের তৃতীয় ধাপ। তবে এবার গ্রিন ও অরেঞ্জ জোন অনেকটাই সচল করার পথ খুলে দিল কেন্দ্র। বেশ কিছু অর্থনৈতিক কাজকর্ম শুরুর অনুমতি মিলল। যাতায়াত ও দৈনন্দিন কাজেও ছাড় দেওয়া হল। গ্রিন ও অরেঞ্জ জোনে এবার অত্যাবশ্যকীয় নয় এমন জিনিসপত্তরও হোম ডেলিভারির অনুমতি দিল কেন্দ্র। এতদিন লকডাউন চলাকালীন শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য বিক্রির অনুমতি ছিল ই-কমার্স সংস্থাগুলির হাতে। কিন্তু এবার অত্যাবশ্যকীয় নয় এমন জিনিসও কেনা যাবে অনলাইনে। ইলেক্ট্রনিস্ক, জামাকাপড় কোনও কিছুতেই আর আপত্তি সরকারের। শর্ত একটাই সোশ্যাল ডিসট্যান্সিং মেনে ডেলিভারির ব্যবস্থা করতে হবে। মানে আপনি এবার অনলাইনে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ ইত্যাদি কিনতে পাড়বেন। ই-কমার্স কোম্পানিগুলি জানিয়েছে যে এর ফলে অনেক ছোট আর মাঝারি দোকানদার আর ব্যবাসিদের ব্যবসা ফের চলতে আরম্ভ করবে।
নতুন এই নির্দেশিকা অনুযায়ী কনটেইনমেন্ট জোন ও রেড জোনে লকডাউনে বেশি কড়াকড়ি সব থেকে বেশি। সেখানে এখনও অত্যাবশ্যকীয় পণ্য ছড়া কিছু ডেলিভারি করা যাবে না। দিল্লি, মুম্বই ছাড়া আরও বেশ জিছু শহর রেড জনে রয়েছে। তাই এই শন শহররে গ্রাহকরা এর সুবিধা ওঠাতে পাড়বেন না। ভারতের অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছে যে, 'সরকার আমাদের অরেঞ্জ জোন ও গ্রিন জোনে ই-কমার্স সাগত্ম চালু করার অনুমতি দিয়েছে, এই সিদ্ধান্তকে আমারা স্বাগত জানিয়েছি। লক্ষ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং ব্যবসায়ীরা ফের একবার নিজেদের ব্যবসা শুরু করতে সক্ষম হবে।'
করোনায় সুস্থ হওয়ার হার বেড়েছে। তাই কেন্দ্রের নতুন তালিকায় রেড জোনের সংখ্যা ১৭০ থেকে কমে ১৩০। তবে, এখনও দেশের সব মেট্রো এবং বেশিরভাগ বড় শহরই রেড জোনে। দেশে মোট কত রেড জোন, কতগুলি অরেঞ্জ জোন ও কত গ্রিন জোন রয়েছে, দেখে নিন একনজরে
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ: রেড জোনের সংখ্যা ১, অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ২।
অন্ধ্রপ্রদেশ: রেড জোনের সংখ্যা ৫, অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ২।
অরুণাচল প্রদেশ: রেড জোন নেই, অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ২৫।
অসম: রেড জোন নেই, অরেঞ্জ জোনের সংখ্যা ৩ নেই, গ্রিন জোনের সংখ্যা ৩০।
বিহার: রেড জোনের সংখ্যা ৫, অরেঞ্জ জোনের সংখ্যা ২০, গ্রিন জোনের সংখ্যা ১৩।
চণ্ডীগড়: রেড জোনের সংখ্যা ১, অরেঞ্জ জোন ও গ্রিন জোন নেই।
ছত্তিসগড়: রেড জোনের সংখ্যা ১, অরেঞ্জ জোনের সংখ্যা ১, গ্রিন জোনের সংখ্যা ২৫।
দাদরা নগর হাভেলি ও দমন দিউ: রেড জোন ও অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ৩।
দিল্লি: রেড জোনের সংখ্যা ১১, অরেঞ্জ জোন নেই, গ্রিন জোন নেই।
গোয়া: রেড জোন নেই, অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ২।
গুজরাত: রেড জোনের সংখ্যা ৯, অরেঞ্জ জোনের সংখ্যা ১৯, গ্রিন জোনের সংখ্যা ৫।
হরিয়ানা: রেড জোনের সংখ্যা ২, অরেঞ্জ জোনের সংখ্যা ১৮, গ্রিন জোনের সংখ্যা ২।
হিমাচল প্রদেশ: রেড জোন নেই, অরেঞ্জ জোনের সংখ্যা ৬, গ্রিন জোনের সংখ্যা ৬।
জম্মু ও কাশ্মীর: রেড জোনের সংখ্যা ৪, অরেঞ্জ জোনের সংখ্যা ১২, গ্রিন জোনের সংখ্যা ৪।
ঝাড়খণ্ড: রেড জোনের সংখ্যা ১, অরেঞ্জ জোনের সংখ্যা ৯, গ্রিন জোনের সংখ্যা ১৪।
কর্ণাটক: রেড জোনের সংখ্যা ৩, অরেঞ্জ জোনের সংখ্যা ১৩, গ্রিন জোনের সংখ্যা ১৪।
কেরল: রেড জোনের সংখ্যা ২, অরেঞ্জ জোনের সংখ্যা ১০, গ্রিন জোনের সংখ্যা ২।
লাদাখ: রেড জোন নেই, অরেঞ্জ জোনের সংখ্যা ২, গ্রিন জোন নেই।
লাক্ষাদ্বীপ: রেড জোন ও অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ১।
মধ্যপ্রদেশ: রেড জোনের সংখ্যা ৯, অরেঞ্জ জোনের সংখ্যা ১৯, গ্রিন জোনের সংখ্যা ২৪।
মহারাষ্ট্র: রেড জোনের সংখ্যা ১৪, অরেঞ্জ জোনের সংখ্যা ১৬, গ্রিন জোনের সংখ্যা ৬।
মনিপুর: রেড জোন নেই, অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ১৬।
মেঘালয়: রেড জোনের সংখ্যা ১, অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ২।
মিজোরাম: রেড জোন নেই, অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ১১।
নাগাল্যান্ড: রেড জোন নেই, অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ১১।
ওডিশা: রেড জোনের সংখ্যা ৩, অরেঞ্জ জোনের সংখ্যা ৬, গ্রিন জোনের সংখ্যা ২১।
পুদুচেরী: রেড জোন নেই, অরেঞ্জ জোনের সংখ্যা ১, গ্রিন জোনের সংখ্যা ৩।
পঞ্জাব: রেড জোনের সংখ্যা ৩, অরেঞ্জ জোনের সংখ্যা ১৫, গ্রিন জোনের সংখ্যা ৪।
রাজস্থান: রেড জোনের সংখ্যা ৮, অরেঞ্জ জোনের সংখ্যা ১৯, গ্রিন জোনের সংখ্যা ৪।
সিকিম: রেড জোন নেই, অরেঞ্জ জোন নেই, গ্রিন জোনের সংখ্যা ৪।
তামিলনাড়ু: রেড জোনের সংখ্যা ১২, অরেঞ্জ জোনের সংখ্যা ২৪, গ্রিন জোনের সংখ্যা ১।
তেলেঙ্গানা: রেড জোনের সংখ্যা ৬, অরেঞ্জ জোনের সংখ্যা ১৮, গ্রিন জোনের সংখ্যা ৯।
ত্রিপুরা: রেড জোন নেই, অরেঞ্জ জোনের সংখ্যা ২, গ্রিন জোনের সংখ্যা ৬।
উত্তরপ্রদেশ: রেড জোনের সংখ্যা ১৯, অরেঞ্জ জোনের সংখ্যা ৩৬, গ্রিন জোনের সংখ্যা ২০।
উত্তরাখণ্ড: রেড জোনের সংখ্যা ১, অরেঞ্জ জোনের সংখ্যা ২, গ্রিন জোনের সংখ্যা ১০।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Green zone, Home Delivery, Non-essential items, Online Shopping, Orange Zone, Red Zone, Stay Home