Year Ender 2023: ২০২৩ সালে সব থেকে বেশি লাইক পেল কোন Instagram পোস্ট! দেখে নিন সেরা দশের তালিকা

Last Updated:

Year Ender 2023: শুধুমাত্র Instagram-এই একদিনে আপলোড হয় প্রায় ৯৫ মিলিয়ন নতুন পোস্ট। কিন্তু সবই ভাইরাল হয় না। সবাই প্রচুর লাইক পান না। সাধারণত সিলিব্রিটি, ইনফ্লুয়েন্সাররাই তাদের পোস্টে পান এমন বিরাট লাইক।

 Year Ender 2023: হাজার হাজার কনটেন্ট, হাজার হাজার রিলস, ছয়লাপ বিশ্ব সংসার। এরই মধ্যে মনের মতোটা বেছে নেওয়া মুখের কথা নয়। সেই নেশাতেই আপাতত মজে রয়েছে তরুণ প্রজন্ম। না, মোটেও শুধু তরুণ প্রজন্ম নয়। সমস্ত শ্রেণির, সমস্ত বয়সের মানুষ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকমের পোস্টে মজে থাকেন। শুধুমাত্র Instagram-এই একদিনে আপলোড হয় প্রায় ৯৫ মিলিয়ন নতুন পোস্ট। কিন্তু সবই ভাইরাল হয় না। সবাই প্রচুর লাইক পান না। সাধারণত সিলিব্রিটি, ইনফ্লুয়েন্সাররাই তাদের পোস্টে পান এমন বিরাট লাইক।
২০২৩ সাল শেষ হতে চলেছে। Instagram-এ কোন কোন পোস্টগুলি পেল সব থেকে বেশি লাইক দেখে নেওয়া যাক এক নজরে। রইল শীর্ষ ১০টি সর্বাধিক লাইক পাওয়া Instagram পোস্টের তালিকা—
advertisement
advertisement
১. বিশ্বকাপ হাতে মেসি—এমন একটি ছবিই শেয়ার করেছিলেন বিশ্বজয়ী তারকা। এই পোস্টে লাইক এসেছে প্রায় ৭৪,৭৬৫,১৮১।
২. মেসির ছবির আগে সর্বাধিক লাইকের রেকর্ড করছিল একটি সাধারণ ডিম। ১৪৩৬ দিন ধরে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টের রেকর্ড ছিল এটির, লাইকের সংখ্যা ৫৯,২০৫,৭৬৮।
advertisement
৩. ফিফা ট্রফি নিয়ে ঘুমাচ্ছেন মেসি, এছবিতে লাইক পড়েছে ৫৪,৪৪৬,৬৯৭টি।
৪. রোনালদো এবং মেসি দাবা খেলছেন, লাইকের সংখ্যা ৪২,৬৮১,৯৬০।
advertisement
৫. ফিফা ট্রফি নিয়ে বিমানে মেসি, এমন একটি ছবি রয়েছে তার পরেই। প্রাপ্ত লাইকের সংখ্যা ৪১,৮৩১,৯৩০।
৬. আর্জেন্টিনায় বিশ্বকাপ জয়ের উদযাপনে মেতেছেন মেসি, লাইক পড়েছে ৩৪,২৫৫,৮৪১টি।
৭. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দিলেন আল নাসর এফসি-তে। এই পোস্ট নিয়েও মানুষের উৎসাহের অন্ত ছিল না। অনেকে অবাকও হয়েছেন। তবে এই পোস্টে লাইক পড়েছে ৩৪,১৬৮,৭৭০টি।
advertisement
৮. বেশির ভাগ ভাললাগার ছবিই জয়ের বা আনন্দের। কিন্তু ব্যতিক্রম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর তাঁর ছবিতে উচ্ছ্বাস থাকার কথা নয়, ছিলও না। অকপটে সেই ছবি প্রকাশ করেছিলেন ফুটবলার। আর তাকেই স্বাগত জানিয়েছেন ভক্তরা। তাঁর হতাশার পোস্টেও লাইকের সংখ্যা ৩৪,০৬৫,৯১৬।
advertisement
৯. রোনাল্ডো এবং মেসি দাবা খেলছেন, এছবির একটি দ্বিতীয় অংশ রয়েছে, সেখানেও লাইকের সংখ্যা নেহাত কম নয়। মোট প্রাপ্ত লাইক ৩২,৯০০,৪৭৯
১০. রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজ জন্ম দিতে চলেছেন যমজ সন্তানের, এমন ঘোষণাই করেছিলেন Instagram-এ। সেখানে প্রায় ৩২,৭২৮,৯৪৬ জন ব্যবহারকারী জানিয়েছে তাঁদের ভালবাসা।
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Year Ender 2023: ২০২৩ সালে সব থেকে বেশি লাইক পেল কোন Instagram পোস্ট! দেখে নিন সেরা দশের তালিকা
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement