Yamaha Bikes: Matrix LED হেডলাইট-বিশিষ্ট বিশ্বের প্রথম বাইক Yamaha-র Tracer 9 Tourer
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Yamaha Bikes- মোটরসাইকেল নিউজ অনুযায়ী, Matrix LED হাইলাইটস হল আলাদা আলাদা LED-র সমষ্টি। যা স্বাধীন ভাবে কাজ করে।
কলকাতা: প্রথমবারের জন্য কোনও প্রোডাকশন মোটরসাইকেলে Matrix LED হেডলাইট চালু করছে Yamaha। যে মডেলটি এই আধুনিক প্রযুক্তি পেতে চলেছে, সেটি হল Tracer 9 Tourer।
Matrix LED Headlights আসলে কী?
মোটরসাইকেল নিউজ অনুযায়ী, Matrix LED হাইলাইটস হল আলাদা আলাদা LED-র সমষ্টি। যা স্বাধীন ভাবে কাজ করে। মূলত আলাদা আলাদা আলোর অবস্থা এবং রাস্তার পরিস্থিতির সঙ্গে এটি নিজে থেকেই খাপ খাইয়ে নিতে পারে:
advertisement
১. অন্যান্য গাড়ির চালকদের চোখে যাতে জোরালো আলো না পড়ে, তার জন্য হাই বিমের আলো নিভু নিভু হয়ে যাবে।
advertisement
২. পরিবেশের উপর ভিত্তি করে ব্রাইটনেস বা উজ্জ্বলতা অ্যাডজাস্ট করে নেবে।
৩. যে দিকে যাওয়া হচ্ছে, সেদিকের আলোর উপর মনোনিবেশ করতে হবে।
৪. রিয়েল টাইমে যানবাহন, পথচলতি মানুষজন এবং শহরতলি এলাকা নির্ণয় করা সম্ভব।
এটা এমন একটা সিস্টেম, যা ভাল দৃশ্যমানতার জন্য তৈরি করা হয়েছে তো বটেই! সেই সঙ্গে আলোর ঝলকানি কমাতে এবং সামগ্রিক সড়ক নিরাপত্তা উন্নত করতেও এটি আনা হয়েছে। বিশেষ করে যাঁরা রাতে যাতায়াত করেন, তাঁদের অনেকটাই সুবিধা হবে।
advertisement
আরও পড়ুন- ১৯৮৬ সালে রয়্যাল এনফিল্ড-এর দাম কত ছিল? ৩৯ বছর আগের ভাইরাল বিল, বিশ্বাস হবে না দেখলে
বছরের পর বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা:
সেই ২০১৯ কিংবা ২০২০ সাল থেকে নিজেদের বাইকের জন্য এই প্রযুক্তির উপর কাজ করে আসছে Yamaha। Team Bhp-র তথ্য অনুযায়ী, সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন যে, এটা একপ্রকার প্রায় বোকামিই ছিল, কিন্তু আমাদের অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছিল — ইউরোপ জুড়ে এবং জাপানেও। তবে প্রচুর সময় লেগে গিয়েছে এতে। কারণ চার চাকার গাড়ির প্রযুক্তিকে বাইকের প্রযুক্তিতে আনা কিন্তু ততটাও সহজ কাজ ছিল না।
advertisement
মোটরসাইকেলগুলি সাধারণত কোণের দিকে ঝুঁকে থাকে, যা একেবারেই গাড়ির মতো নয়। এর অর্থ হল, Yamaha-র ইঞ্জিনিয়ারদের এই সিস্টেমটি সম্পূর্ণ করতে পুনরায় নির্মাণ করতে হয়েছিল। সেই সঙ্গে একটি সেট-আপ তৈরি করতে হয়েছিল, যা মসৃণ ভাবে কাজ করতে পারে। এমনকী যখন বাইকটি ঝুঁকে থাকলেও তা অনায়াসে মসৃণ ভাবে কাজ করতে পারে।
Tracer 9 Tourer-এ রয়েছে একটি ফ্রন্ট-মাউন্টেড ক্যামেরা। এটি গতিবিধির জন্য রাস্তা স্ক্যান করবে এবং সেই তথ্য বাইকের ECU-তে পাঠিয়ে দেবে। হেডলাইট কীভাবে অ্যাডজাস্ট করবে, সেই সিদ্ধান্তই নেবে এটি। যদি রাইডাররা চান, তাহলে তাঁরা এটি ম্যানুয়াল ভাবেও ফাইন-টিউন করতে পারবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2025 10:50 PM IST