Yamaha Hybrid Scooter Offers: Yamaha-র স্কুটি নিলে এখন দারুন লাভ, পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য বিশেষ ছাড়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yamaha Hybrid Scooters Offers: স্কুটি নেওয়ার পরিকল্পনা করছেন! এটাই সেরা সময়। দারুন অফার দিচ্ছে ইয়ামাহা।
নয়াদিল্লি: ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপ অফ কোম্পানি তাদের স্কুটারগুলির হাইব্রিড মডেলগুলিতে একটি বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে Fascino 125 FI হাইব্রিড এবং Yamaha RAZX 125 FI হাইব্রিড। এই অফারটি অসম, উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর গ্রাহকদের জন্য এই মাসের শেষ তারিখ পর্যন্ত পাওয়া যাবে। এই অফারগুলিতে, অসম, উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং পশ্চিমবঙ্গের Yamaha Fascino Hybrid-এ আড়াই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।
মহারাষ্ট্রে Yamaha Fascino 125 FI হাইব্রিড এবং RAZR 125 FI হাইব্রিড-এ ২৫০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। তামিলনাড়ুর গ্রাহকদের এই দুটি স্কুটারে ৫০০০ টাকার ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। Yamaha India এই দুই স্কুটারে একই 125 cc এয়ার-কুলড ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন দিয়েছে, যা 6500 rpm-এ 8 bhp পাওয়ার এবং 5000 rpm-এ 10.3 Nm পিক টর্ক জেনারেট করে৷
advertisement
আরও পড়ুন- আপনার বাড়ির ওয়াই-ফাই অন্য কেউ চুরি করছে না তো ? জেনে নিন কী ভাবে বুঝবেন
এই হাইব্রিড স্কুটারগুলিতে স্মার্ট মোটর জেনারেটিং সিস্টেম সহ হাইব্রিড পাওয়ার অ্যাসিস্ট প্রযুক্তি দেওয়া হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে স্কুটারের ব্যাটারি চার্জ হয় এবং এর কারণে স্কুটারটি একটু বেশি শক্তিশালী হয়ে ওঠে।
advertisement
এছাড়া দুটি হাইব্রিড স্কুটারেই সাইলেন্ট স্টার্ট সিস্টেম এবং অটোমেটিক স্টার্ট-স্টপ সিস্টেম দেওয়া হয়েছে। কোম্পানি তাদের দুটি মডেলের সাথেই সাইড স্ট্যান্ড কাট অফ ইন্ডিকেটরও দিয়েছে। কোম্পানি শুধুমাত্র Fascino 125 FI হাইব্রিড এবং RazzR 125 FI হাইব্রিডে এই অফারগুলি প্রদান করছে। এই অফারগুলি বিভিন্ন রাজ্য অনুযায়ী পরিবর্তিত হতে পারে৷
advertisement
আরও পড়ুন- ভারতে ফের নিষিদ্ধ হচ্ছে ৫৪টি চিনা অ্যাপ! রয়েছে বিখ্যাত গেম, দেখে নিন তালিকা
ইয়ামাহা টু হুইলার প্রস্তুতকারক হিসেবে ভারতে জনপ্রিয়। ইয়ামাহার একের পর এক মডেলের মোরসাইকেল ভারতীয় গ্রাহকদের দারুন পছন্দ হয়েছে। সম্প্রতি ইয়ামাহা আরওয়ান ফাইভ ভি ফোর লঞ্চ হয়েছে। এই মডেল ভারতের বাজারে বেশ জনপ্রিয় হয়েছে। আরওয়ান ফাইভ ভার্সন থ্রি-ও ভারতে বেশ জনপ্রিয় হয়েছিল। এছাড়া এফজেড-এর মতো মডেলের মোটরসাইকেলও ভারতে জনপ্রিয়তা লাভ করেছে। একইভাবে ইয়ামাহার একাধিক স্কুটার ভারতের বাজারে জনপ্রিয়। তা হলে আর দেরি কেন!
Location :
First Published :
February 15, 2022 1:37 PM IST