Xiaomi Redmi 10 series: ফের নতুন ফোন লঞ্চ করতে চলেছে Xiaomi ! অবাক করা দামে সেল শুরু সামনেই
- Published by:Piya Banerjee
Last Updated:
Xiaomi Redmi 10 series: নতুন টিজার বলছে Redmi 10 আসছে। ১৭ মার্চ সেটি এ দেশে লঞ্চ করা হচ্ছে।
#নয়াদিল্লি: সদ্য ভারতীয় বাজারে এসেছে Xiaomi-র Redmi Note 11 Pro সিরিজ। এরই মধ্যে সংস্থা আরও একটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তাও এ মাসেই। সংস্থার তরফে যে টুকু জানান হয়েছে, তাতে বোঝা যাচ্ছে, আগামী ১৭ মার্চ এ দেশে Xiaomi তার তুলনায় খানিকটা সস্তা মডেল Redmi 10 সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে।
সংস্থার নতুন টিজার বলছে Redmi 10 আসছে। ১৭ মার্চ সেটি এ দেশে লঞ্চ করা হচ্ছে। এই টিজারেই খানিকটা আভাস দেওয়া হয়েছে ফোনটির সম্পর্কে, যেমন, ক্যামেরা, ডিসপ্লে, বড় ব্যাটারি এবং Snapdragon। ফোনের লে-আউট থেকে বোঝা যাচ্ছে Redmi 10 সিরিজের নতুন মডেল লঞ্চ করতে চলেছে। আগের ফোনগুলির তুলনায় যে ভাবে ডিজাইন পরিবর্তন হয়েছে, তাতে অনুমান করা যায় যে এটিতে Snapdragon 680 চিপসেট প্রযুক্তি রয়েছে। কারণ ফোনটি 6nm পদ্ধতি নির্মিত।
advertisement
তবে আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলা এই নতুন স্মার্টফোনের বিশদ বিবরণ এখনও পাওয়া যায়নি। তবে সংস্থা ইঙ্গিত দিয়েছে— দ্রুত চার্জিং, বেশি ব্যাটারি লাইফ এবং Ultra-fast স্টোরেজ। অর্থাৎ ধরেই নেওয়া যায় যে, Redmi 10 সিরিজের নতুন স্মার্টোফোনটিতে ৫০০০mAh ব্যাটারির জন্য ১৮W দ্রুত চার্জিং ব্যবস্থা থাকতে পারে এবং UFS ২.২ স্টোরেজও থাকতে পারে।
advertisement
advertisement
টিজারের থেকে আরও যা বোঝা যাচ্ছে, তা হল, এই ফোনে থাকছে টেক্সচার ব্যাক প্যানেল। রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেল সেন্সর, AI সেন্সর-সহ। Redmi 10-এর গ্লোবাল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৯০Hz ডিসপ্লে, যা MediaTek Helio G88 SoC দ্বারা চালিত, ৫০০০mAh ব্যাটারিতে ১৮W দ্রুত চার্জিং, ৫০মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা মডিউল।
advertisement
গত কয়েক বছরে বাজেট ফোনগুলি বেশ অনেক রকম প্রযুক্তির সহাবস্থানে দক্ষতা দেখাতে শুরু করেছে। তবে কম দামে রাখতে গিয়ে অনেক সময়ই চিপসেটের ঘাটতি দেখা দেয়। তবে এই অতিমারী কালে বাজার অর্থনীতির যা অবস্থা তাতে কম দামী মোবাইলের দিকে যে ক্রেতার বেশি ঝুঁকবেন তা বলাই যায়। এই পরিস্থিতিতে Redmi 10 স্মার্টফোনটি ৪ GB RAM –সহ বেসিক ভ্যারিয়েন্টের দাম ১১ হাজার টাকার মধ্যে হতে পারে বলেই মনে করা হচ্ছে।
Location :
First Published :
March 11, 2022 6:42 PM IST