Windows 11: আপনি কি করছেন? বিনামূল্যে Windows 11-এ আপগ্রেড শুরু আজই, আগে জেনে নিন এই বিষয়গুলি...

Last Updated:

Windows 11: PC হেলথ চেক টুল নিয়ে এসেছে Microsoft। এই টুল ব্যবহার করলেই জানা যাবে, আমাদের সিস্টেমে এই ভার্সনটি চলবে কি না।

জেনে নিন উইন্ডোজ ১১ কতটা জরুরি
জেনে নিন উইন্ডোজ ১১ কতটা জরুরি
#কলকাতা: চলতি বছর অগাস্টের শেষের দিকে বলা হয়েছিল, বাজারে আসতে চলেছে Windows 11। সেই মতো, আজ অর্থাৎ ৫ অক্টোবর থেকে সকলের কাছে পৌঁছে যাবে উইন্ডোজের এই নয়া ভার্সন। নিজের PC বা ল্যাপটপ আপডেট করতে পারা যাবে আজ থেকেই। তবে, এই আপডেটের জন্য আমাদের সিস্টেম সক্ষম কি না তা জেনে নিতে হবে আগে।
আপডেটের পূর্বে PC হেলথ চেক টুল নিয়ে এসেছে Microsoft। এই টুল ব্যবহার করলেই জানা যাবে, আমাদের সিস্টেমে এই ভার্সনটি চলবে কি না।
যদি আপডেট নেওয়ার জন্য প্রস্তুত থাকে সিস্টেম, তাহলেও বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যার মধ্যে প্রথমটি হল, একটি নতুন ভার্সন আসছে উইন্ডোজের, তার প্রথম পর্যায়ের ব্যবহারকারীই কি আমরা হতে চাইছি? এই উত্তরের জন্য জেনে নিতে হবে বেশ কয়েকটি বিষয়।
advertisement
advertisement
PC-র জন্য এখনও পর্যন্ত Microsoft-এর সবচেয়ে সুরক্ষিত অপারেটিং সিস্টেম হল Windows 11। কারণ এতে ভার্চুয়ালাইজেশন বেসড সিকিওরিটি (VBS) রয়েছে। যদিও রিপোর্ট বলছে, VBS সিস্টেমের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যদি ইউজার গেমার হন।
advertisement
গেমারদের জন্য Windows 11
PC gamer -এর রিপোর্ট বলছে, গেমাররা পারফরম্য়ান্সে ২৫ শতাংশ ডিক্লাইন পেতে পারেন যা ফ্রেম রেটে প্রভাব ফেলার জন্য যথেষ্ট। যদিও একমাত্র নতুন আপডেটের ক্ষেত্রেই গেমাররা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যাঁরা Windows 10 Home বা Windows 10 Pro থেকে Windows 11-এ আপগ্রেড করবেন, তাঁদের PC বা ল্যাপটপে VBS ডিজেবল-ই থাকবে।
advertisement
এবিষয়ে Microsoft-এর তরফে জানানো হয়েছে, "Windows 11 আপগ্রেড করতে গেলে VBS-র প্রয়োজন নেই কিন্তু আমরা মনে করি VBS যে সুরক্ষা প্রদান করে তা গুরুত্বপূর্ণ, তাই সেই কথা মাথায় রেখে আমরা চাই, যে সব PC-তে Windows 11 চলবে, সেখানে যেন ন্যূনতম সুরক্ষা থাকে এবং তা যেন DoD -তে থাকা সুরক্ষার সমকক্ষ হয়।"
advertisement
কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়, "OEM ও silicon -এর সঙ্গে পার্টনারশিপে আমরা VBS ও HVCI নতুন PC-গুলিতে আগামী বছর সক্রিয় করব। পাশাপাশি চেষ্টা করব VBS-কে বেশিরভাগ PC-তে নিয়ে আসার।"
গেম খেলতে না পারলে ?
গেমে সমস্যা হলেও বাকি ফিচার্স কিন্তু Windows 11-এর বেশ আকর্ষণীয়। যাঁরা Windows 10 থেকে আপগ্রেড করবেন, তাঁদের কাছে এই ফিচার আরও আকর্ষণীয় হবে।
advertisement
তবে, যদি PC-তে Windows 10 ভালো ভাবে চলে এবং এতে কোনও অসুবিধা না হয়, তাহলে এখনই এই নতুন ভার্সন আপডেট না করলেও চলবে। পাশাপাশি, Windows 10-এ যা যা ফিচার রয়েছে, তা ২০২৫ পর্যন্ত চলবে এবং সিকিউরিটি আপডেটসও ২০২৫ পর্যন্ত থাকবে। তাই Windows 11-এ যাওয়ার জন্য হাতে অনেকটা সময় পাওয়া যাবে।
advertisement
এছাড়া, যে কোনও সফটওয়্যার আপডেটের ক্ষেত্রেই শুরুর দিকে একাধিক জিনিসে সমস্যা হতে পারে, তাই অপেক্ষা করে যাওয়া ভালো। একটু সময় নিয়ে Windows 11-এ আপডেট করলে খুব বেশি সমস্যা হবে না।
এর পরও যদি Windows 11 নেওয়ার ইচ্ছা থাকে, তা হলে-
সেটিংসে যেতে হবে প্রথমে, তার পর আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে, উইন্ডোজ আপডেটে গিয়ে চেক ফর আপডেটস-এ যেতে হবে। যদি PC আপডেটের জন্য সক্ষম হয়, তা হলে Windows 11-এ আপগ্রেড করার অপশন আসবে এবং সেখান থেকে তা ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Windows 11: আপনি কি করছেন? বিনামূল্যে Windows 11-এ আপগ্রেড শুরু আজই, আগে জেনে নিন এই বিষয়গুলি...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement