বাড়ির ঠিক কোন জায়গায় রাখা উচিৎ ওয়াশিং মেশিন? না জানলেই খরচ বাড়বে
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Washing Machine: বাড়িতে ওয়াশিং মেশিন কোথায় রাখতে হয়, জেনে নিন।
কলকাতা: বর্তমানে ওয়াশিং মেশিন প্রায় সকলের জীবনেই একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। এর সাহায্যে খুবই কম সময়ে পরিষ্কার করা যায় নোংরা জামাকাপড়। তবে অনেকেই এর ব্যবহার করলেও, বাড়ির সঠিক জায়গায় এটি রাখেন না।
কিন্তু, ওয়াশিং মেশিন সঠিকভাবে কাজ করার জন্য সঠিক জায়গায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য সকলকে দেখতে হবে যে, নিজেদের বাড়িতে ওয়াশিং মেশিন কোথায় রাখা হয়েছে, যাতে এটি নষ্ট না হয়।
বর্তমানে প্রায় বেশিরভাগ বাড়িতেই ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়। বিশেষ করে শহরগুলিতে, ৯০% বাড়িতে ওয়াশিং মেশিন দেখা যায়। ফ্রিজ, টিভির মতো এটিও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ যন্ত্র।
advertisement
advertisement
আরও পড়ুন- ১২০০০ টাকার চেয়েও কম দামে কিনুন দূর্দান্ত স্মার্ট ফোন
অনেক সময় আমরা এটি ব্যবহার করার সময়ে এমন কিছু ভুল করে ফেলি যে, তাতে সমস্যা তৈরি হতে শুরু করে। সেই জন্য ওয়াশিং মেশিন ঘরের কোথায় রাখা উচিত, তা জানা খুবই জরুরি। যাতে এর আয়ু দীর্ঘস্থায়ী হয়।
যে কোনও যন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ হল বিষয় তা কোন ধরনের পৃষ্ঠের উপর স্থাপন করা হচ্ছে। ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ। ওয়াশিং মেশিন রাখার জন্য কাঠের মেঝে খুব একটা ভাল বলে মনে করা হয় না।
advertisement
এছাড়াও, ওয়াশিং মেশিন একটি ঘরের এক কোণে এবং একটি শক্ত পৃষ্ঠে রাখা ভাল, যেমন পাথর বা কংক্রিট। মেঝে এক্ষেত্রে মেশিনের মোট ওজনকে সমর্থন করতে সক্ষম হবে, বিশেষ করে যেহেতু ওয়াশিং মেশিনের স্পিন সার্কল ভাইব্রেশনের ফোর্সকে তীব্র করে তোলে।
যদি যন্ত্রটি স্থির না থাকে, নড়বড়ে কোনও কিছুর উপরে বসানো হয়, তবে তা দ্রুত কাঁপবে, ঝাঁকুনি দেবে এবং রোল করবে। এটি এর অংশগুলিকেও খারাপভাবে প্রভাবিত করবে।
advertisement
আরও পড়ুন- এসি না হয় কিনলেন, তার পরও এতরকম খরচ লেগে থাকবে! কোনও কোম্পানি জানায় না
বাথরুম, রান্নাঘরে প্রায়ই কংক্রিট বা টালিযুক্ত মেঝে থাকে। যদি মেঝে যথেষ্ট রুক্ষ হয় তবে এটি সাধারণত কোনও সমস্যা তৈরি করবে না। তবে বাথরুমে ওয়াশিং মেশিন রাখার অসুবিধা রয়েছে।
প্রথমত, ওয়াশিং মেশিনের বডিতে জল পড়লে তা দ্রুত নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, সূর্যের আলো না পেলে মেশিনের যন্ত্রাংশ বেশি ভিজে যায় এবং যন্ত্রাংশও নষ্ট হয়ে যায়।
advertisement
একটি ওয়াশিং মেশিন বারান্দায় রাখা যেতে পারে। তবে বারান্দা এক্ষেত্রে ঢাকা হওয়া দরকার। লোহার রেলিং সহ বারান্দা থাকলে টেম্পারড গ্লাস, পর্দা বা এমন কিছু লাগাতে হবে যা ওয়াশিং মেশিনকে রোদ, বাতাস এবং বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 12:11 AM IST