Smartphones: ১২ হাজারও দিতে হবে না, কম দামের এই কয়েকটি অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে সেরার সেরা ফিচার!

Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক ১২,০০০ টাকার কমে আধুনিক ফিচার যুক্ত কিছু ফোন।
1/7
যাঁদের বাজেট ১২,০০০ টাকার কম এবং ভাল ফিচার যুক্ত স্মার্টফোন খুঁজে চলেছেন, তাঁদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। কারণ বাজারে এমন অনেক ফোন রয়েছে যেগুলি দুর্দান্ত ফিচার যুক্ত। এর মধ্যে অনেক দামি ফোন থাকলেও, বেশ কয়েকটি এমন ফোন রয়েছে যা বাজেটের মধ্যে হলেও অনেক ধরনের আধুনিক ফিচার যুক্ত। সেই তালিকায় রয়েছে Samsung, Realme, Oppo ইত্যাদি জনপ্রিয় কোম্পানির বেশ কয়েকটি ফোন। এক নজরে দেখে নেওয়া যাক কম দামের মধ্যে বাজারের সেরা ফিচার যুক্ত ফোন।
যাঁদের বাজেট ১২,০০০ টাকার কম এবং ভাল ফিচার যুক্ত স্মার্টফোন খুঁজে চলেছেন, তাঁদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। কারণ বাজারে এমন অনেক ফোন রয়েছে যেগুলি দুর্দান্ত ফিচার যুক্ত। এর মধ্যে অনেক দামি ফোন থাকলেও, বেশ কয়েকটি এমন ফোন রয়েছে যা বাজেটের মধ্যে হলেও অনেক ধরনের আধুনিক ফিচার যুক্ত। সেই তালিকায় রয়েছে Samsung, Realme, Oppo ইত্যাদি জনপ্রিয় কোম্পানির বেশ কয়েকটি ফোন। এক নজরে দেখে নেওয়া যাক কম দামের মধ্যে বাজারের সেরা ফিচার যুক্ত ফোন।
advertisement
2/7
একটি স্মার্টফোন কেনার সময়, আমরা সকলেই প্রথমে নিজেদের বাজেটের দিকে তাকাই। কিন্তু, অনেক সময় এমন হয় যে আমাদের কম বাজেটে থাকার কারণে ভাল ফোন কিনতে পারি না। কিন্তু বাজারে এমন অনেক ফোন রয়েছে, যেগুলো কম দামে দারুণ ফিচার যুক্ত। এক নজরে দেখে নেওয়া যাক ১২,০০০ টাকার কমে আধুনিক ফিচার যুক্ত কিছু ফোন।
একটি স্মার্টফোন কেনার সময়, আমরা সকলেই প্রথমে নিজেদের বাজেটের দিকে তাকাই। কিন্তু, অনেক সময় এমন হয় যে আমাদের কম বাজেটে থাকার কারণে ভাল ফোন কিনতে পারি না। কিন্তু বাজারে এমন অনেক ফোন রয়েছে, যেগুলো কম দামে দারুণ ফিচার যুক্ত। এক নজরে দেখে নেওয়া যাক ১২,০০০ টাকার কমে আধুনিক ফিচার যুক্ত কিছু ফোন।
advertisement
3/7
Samsung Galaxy F13 -  এই Samsung ফোনটি Exynos ৮৫০ চিপসেটের সঙ্গে পাওয়া যায়। ফোনটিতে ৪ GB RAM এবং ৬৪ GB স্টোরেজ ভ্যারিয়েন্টে রয়েছে। Flipkart-এ এর দাম ১০,৯৯৯ টাকা। ফোনটির ডিসপ্লে ৬.৬ ইঞ্চি এবং একটি ৬০০০ mAh ব্যাটারি রয়েছে।
Samsung Galaxy F13 - এই Samsung ফোনটি Exynos ৮৫০ চিপসেটের সঙ্গে পাওয়া যায়। ফোনটিতে ৪ GB RAM এবং ৬৪ GB স্টোরেজ ভ্যারিয়েন্টে রয়েছে। Flipkart-এ এর দাম ১০,৯৯৯ টাকা। ফোনটির ডিসপ্লে ৬.৬ ইঞ্চি এবং একটি ৬০০০ mAh ব্যাটারি রয়েছে।
advertisement
4/7
ক্যামেরা হিসেবে এতে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে ৫০ MP + ৫ MP + ২ MP ক্যামেরা।
ক্যামেরা হিসেবে এতে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে ৫০ MP + ৫ MP + ২ MP ক্যামেরা।
advertisement
5/7
Realme C55 -  এই ফোনের ৬ GB RAM এবং ৬৪ GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম Flipkart-এ ১১,৯৯৯ টাকা। এই ফোনটিতে একটি ৬.৭২-ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং এটি Helio G৮৮ চিপসেটে যুক্ত।
Realme C55 - এই ফোনের ৬ GB RAM এবং ৬৪ GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম Flipkart-এ ১১,৯৯৯ টাকা। এই ফোনটিতে একটি ৬.৭২-ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং এটি Helio G৮৮ চিপসেটে যুক্ত।
advertisement
6/7
এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে (৬৪ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল)। এতে ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে (৬৪ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল)। এতে ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
advertisement
7/7
Motorola G32 -  এই ফোনের ৮ GB RAM এবং ১২৮ GB স্টোরেজ ভ্যারিয়েন্ট Flipkart-এ ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটিতে একটি ৬.৫-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ১৬ MP ফ্রন্ট ক্যামেরা (৫০ MP+ ৮ MP + ২ MP) রয়েছে। এই ফোনটিতে একটি ৫০০০ mAh ব্যাটারি রয়েছে।
Motorola G32 - এই ফোনের ৮ GB RAM এবং ১২৮ GB স্টোরেজ ভ্যারিয়েন্ট Flipkart-এ ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটিতে একটি ৬.৫-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ১৬ MP ফ্রন্ট ক্যামেরা (৫০ MP+ ৮ MP + ২ MP) রয়েছে। এই ফোনটিতে একটি ৫০০০ mAh ব্যাটারি রয়েছে।
advertisement
advertisement
advertisement