হোয়াটসঅ্যাপে শুরু হল ভিডিও কল ! জেনে নিন কীভাবে করবেন?
Last Updated:
মেসেজ দেখা থেকে, ভয়েস কল ৷ হোয়াটসঅ্যাপে এই সুবিধা ছিল বহুদিন আগেই ৷ তবে হোয়াটসঅ্যাপকে আরও বেশি জনপ্রিয় করে
#কলকাতা: মেসেজ দেখা থেকে, ভয়েস কল ৷ হোয়াটসঅ্যাপে এই সুবিধা ছিল বহুদিন আগেই ৷ তবে হোয়াটসঅ্যাপকে আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্যই হোয়াটসঅ্যাপে চলে এল ভিডিও চ্যাটের সুবিধা ! এবার থেকে আর শুধু মেসেজ করা নয়, ভিডিও চ্যাটের সুবিধাও মিলবে হোয়াটসঅ্যাপে !
এতদিন ভিডিও চ্যাটের জন্য মানুষ ব্যবহার করতেন ফেসটাইম, স্কাইপ, ভাইবারের মতো অ্যাপ ৷ তবে এই সব অ্যাপ জনপ্রিয়তা পেয়েছিল মুষ্টিমেয় ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যেই ৷ হোয়াটসঅ্যাপ এসে গোটা ব্যাপারটাতেই বিপ্লব এনে দিল ৷ দেখা গিয়েছে, গোটা বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যাপই হল হোয়াটসঅ্যাপ ৷ তাই মানুষকে আরও সুবিধা দিতে হোয়াটসঅ্যাপ নিয়ে এবার নিয়ে আসল এই ভিডিও কলিংয়ের সুবিধা ৷
advertisement
তা কীভাবে হবে এই ভিডিও কল? হোয়াটসঅ্যাপে আপনার কনট্যাক্ট লিস্টের পাশে, অর্থাৎ আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলতে চান, তাঁর প্রোফাইলের পাশে ভিডিও কলিং অপশন থাকবে ৷ থাকবে ভয়েস কলিংয়ের অপশনও ৷ সেখান থেকেই বেছে নিয়ে বেছে নিতে পারেন ভিডিও কলিং ৷
advertisement
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষরা জানিয়েছেন, ইতিমধ্যেই বিশ্বের ১৮০টি দেশের মানুষ শুরু করে দিয়েছেন হোয়াটসঅ্যাপের ব্যবহার ৷ ভারতেও দ্রুত ইন্টারনেট সব জায়গায় না পৌঁছলেও, ভারতের মানুষও কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের ব্যবহার ৷ আইফোন, উন্ডোজ ফোনেও চলে এসেছে এই সুবিধা !
Location :
First Published :
November 15, 2016 2:25 PM IST