WhatsApp Scam: সাবধান! হোয়াটসঅ্যাপে নতুন প্রতারণার ছক, জানুন বিশদে আর থাকুন সাবধানে

Last Updated:

WhatsApp Scam: ডিপফেক ভিডিও কলের মাধ্যমে লোকেদের প্রতারিত করা হচ্ছে এবং হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা।

WhatsApp Scam: বর্তমানে সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এর অসংখ্য ইউজার। এর জন্য জালিয়াতদের পাখির চোখ এই WhatsApp। WhatsApp-এ এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপফেক ভিডিও এবং ফটোর মাধ্যমে জালিয়াতি করা শুরু হয়েছে। সেই সকল ডিপফেক ভিডিও কলের মাধ্যমে লোকেদের প্রতারিত করা হচ্ছে এবং হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা।
কেরলের ৭২ বছর বয়সী একজন ব্যক্তির সঙ্গে WhatsApp-এর ডিপফেক ভিডিও কলের মাধ্যমে ৪০,০০০ টাকার প্রতারণা করা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী পিএস রাধাকৃষ্ণনের অভিযোগের পর কোঝিকোড় সিটিতে পুলিশের দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে যে, তিনি তাঁর উল্লিখিত বন্ধুর কাছ থেকে একটি টেক্সট পান। তিনি সেই ব্যক্তির কাছ থেকে একটি WhatsApp কল পান একটি মেডিকেল এমার্জেন্সির জন্য অর্থের প্রয়োজনের বিষয়ে। রাধাকৃষ্ণন কলে থাকা ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত ছিলেন না। তাই তিনি তাঁর নম্বরে ভিডিও কল করার জন্য বন্ধুকে অনুরোধ করেছিলেন। পুলিশ রিপোর্টে বলা হয়েছে, তিনি একটি কল পেয়েছিলেন যা মাত্র ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল, যেখানে তিনি স্ক্যামারের মুখের ক্লোজ-আপ দেখতে পান।
advertisement
রাধাকৃষ্ণন উল্লেখ করেছেন যে, এর পর তিনি পরিচয় সম্পর্কে সন্তুষ্ট ছিলেন। তিনি UPI-এর মাধ্যমে সেই অ্যাকাউন্টে ৪০,০০০ টাকা স্থানান্তর করেন। এরপর প্রতারক আবারও টাকা পাঠানোর অনুরোধ করলে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি প্রকৃত ব্যক্তিকে কল করলে সেই ব্যক্তি টাকা চাওয়ার কথা অস্বীকার করেন। রাধাকৃষ্ণন তখন বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
WhatsApp-এর মাধ্যমে এআই ডিপফেক স্ক্যাম –
এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে স্ক্যামাররা এখন এই প্রযুক্তি ব্যবহার করে লোকেদের প্রতারণা করতে এবং তাদের অর্থ পাঠাতে বলে। এর মাধ্যমে কেউ বন্ধু বা পরিবারের সদস্যদের মুখ তৈরি করতে পারে এবং সেগুলিকে ব্যবহার করে লোকেদের বোকা বানানোর জন্য। প্রকৃতপক্ষে এই ধরনের স্ক্যামগুলি একজন পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে (তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তোলা)।
advertisement
WhatsApp ডিপফেক ভিডিও স্ক্যাম এড়ানোর উপায় –
আজকাল প্রতিটি অনলাইন স্ক্যামের মতো, ডিপফেক ভিডিও স্ক্যামও প্রতিরোধযোগ্য। এর জন্য কেবল প্রাথমিক কয়েকটি বিষয় অনুসরণ করতে হবে এবং যাঁকে বার্তা পাঠানো হচ্ছে/কথা বলা হচ্ছে তার সম্পর্কে সচেতন হতে হবে। এক নজরে দেখে নিন কয়েকটি উপায় –
– আসল পরিচয় না জেনে কারও সঙ্গে চ্যাট করা উচিত নয়।
advertisement
– সর্বদা অর্থ-সম্পর্কিত অনুরোধের সঙ্গে যে ব্যক্তি কল করছে তার নম্বরটি পরীক্ষা করতে হবে।
– WhatsApp-এ কোনও পরিচিত টাকা চাইলে, তাকে ফোন কল করে যাচাই করে নিতে হবে।
– UPI-এর মাধ্যমে টাকা পাঠানোর আগে, যে অ্যাকাউন্ট/মোবাইল নম্বরে টাকা পাঠানো হচ্ছে তা সর্বদা ভাল করে চেক করতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp Scam: সাবধান! হোয়াটসঅ্যাপে নতুন প্রতারণার ছক, জানুন বিশদে আর থাকুন সাবধানে
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement