WhatsApp-এর নয়া প্রাইভেসি পলিসি অপছন্দ? জেনে নিন অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে

Last Updated:

Android অথবা iPhone ব্যবহারকরীরা যদি WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবেন, তাহলে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে

WhatsApp-এর নয়া প্রাইভেসি পলিসি অপছন্দ? জেনে নিন অ্যাকাউন্ট ডিলিট করবেন কী ভাবে!
WhatsApp-এর নয়া প্রাইভেসি পলিসি অপছন্দ? জেনে নিন অ্যাকাউন্ট ডিলিট করবেন কী ভাবে!
WhatsApp: সম্প্রতি WhatsApp নতুন প্রাইভেসি পলিসি আপডেট করেছে। অনেক ইউজার তাঁদের নিজের ফোনে সেই আপডেট পেয়েছেন। এর পর থেকেই আসমুদ্র হিমাচলের হৃদয়ে আসন জমিয়ে বসা WhatsApp নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে ইউজারদের মনে। কিছু দিন আগে WhatsApp-এর সুরক্ষার খামতির খবর প্রকাশ্যে এসেছিল। এবার এসেছে নতুন প্রাইভেসি পলিসি। ১৫ মে-র মধ্যে WhatsApp-এর নতুন পলিসিতে যুক্ত হওয়ার শেষ তারিখ বলে ঘোষণা করেছে Facebook-এর মালিকানাধীন এই সংস্থা। বলা হয়েছে নতুন পলিসি যাঁরা অ্যাকসেপ্ট করবেন না তাঁদের অ্যাকাউন্ট এখনই বন্ধ করা হবে না, তবে ইউজারকে WhatsApp ব্যবহার করার সময়ে কিছু অসুবিধার মুখে পড়তে হবে। যেমন WhatsApp-এর চ্যাট, নোটিফিকেসন ও কলের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আসবে। ফলে অনেকেই মনে করছেন এই সীমাবদ্ধতার সম্মুখীন হওয়ার চেয়ে WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করে ফেলা অনেক ভালো। এর থেকে নিজের ফোনে Telegram অথবা Signal ব্যবহার করা অনেক ভালো। তবে Android অথবা iPhone ব্যবহারকরীরা যদি WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবেন, তাহলে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। নিচে রইল সেই বিবরণ।
WhatsApp প্রাইভেসি পলিসির সঙ্গে একমত না হলে WhatsApp-এর কাছে থাকা সমস্ত ডেটার একটি সম্পূর্ণ ফাইল ইউজারকে নিতে হবে, এর জন্য দু'দিন অপেক্ষা করতে হবে। WhatsApp সেটিংস-এ গিয়ে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করতে হবে। সেখানে Request Account Info বলে একটি অপশন থাকবে সেটাকে সিলেক্ট করে অ্যাকসেপ্ট করতে হবে। দু'দিন সময় লাগতে পারে, WhatsApp ইউজারের সমস্ত তথ্য ফিরিয়ে দেবে। এছাড়াও Export Report Option-কে বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে। এখান থেকে একটি HTML ফর্ম্যাট-এ একটি ফাইল পাওয়া যাবে যেখানে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য থাকবে।
advertisement
এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে ইউজারকে WhatsApp সেটিংস-এ গিয়ে Account অপশস সিলেক্ট করতে হবে। সেখানে ইউজার পারবেন Delete My Account অপশন বেছে নিতে। WhatsApp পুনরায় ফোন নম্বর যাচাই করতে বলবে, তার পরে Delete My Account-এ ট্যাপ করতে হবে। সঙ্গে সঙ্গে WhatsApp-এর সঙ্গে ইউজারের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হবে। WhatsApp কর্তৃপক্ষ জানিয়েছে ইউজারের সব ডেটা মুছে ফেলতে ৯০ দিন সময় লাগতে পারে। তবে তার পরও কিছু তথ্য তাদের কাছে থাকবে তবে সেগুলো কোনও কাজের তথ্য নয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp-এর নয়া প্রাইভেসি পলিসি অপছন্দ? জেনে নিন অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement