আপনার পাঠানো গোপন WhatsApp এবার যে কেউ দেখে নিতে পারে! ডিলিট করলেও মুক্তি নেই !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সেভ করে রাখা যাবে ‘disappearing messages’- নতুন ফিচার আনতে চলেছে WhatsApp! নষ্ট হবে গোপনীয়তার নীতি!
#নয়াদিল্লি: WhatsApp ক্রমাগত বদলাচ্ছে নানা ফিচার। সূত্রের খবর, Whatsapp এমন একটি ফিচার আনতে পারে যা ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ (disappearing messages)-গুলিকে সেভ করে রাখার সুযোগ দেবে। আর এখানেই প্রশ্ন উঠছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের পলিসি নিয়ে।
সূত্রের খবর সম্প্রতি Whatsapp এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা গ্রাহকের গোপনীয়তার অধিকারকে খর্ব করতে পারে বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে জানা গিয়েছে, Whatsapp তার ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ (disappearing messages) ফিচার বদলে ফেলার কাজ করছে। আসলে এই পরিবর্তন হলে গ্রাহক চাইলেই মুছে যাওয়া মেসেজগুলি সংরক্ষণ করে রাখতে পারবেন।
Whatsapp ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, Meta অধীনস্থ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি মার্চ মাসে Android Beta-তে এই বিশেষ ফিচারটি যোগ করেছিল। এখন iOS Beta-তেও ওই ফিচারের কাজ চলছে। আর এ থেকেই বোঝা যাচ্ছে যে, এই ফিচারটি এ বার লঞ্চ করা হতে চলেছে। এই ফিচারটি চালু হলে আগের ফিচার disappearing messages-এর নীতি ভঙ্গ হবে। এতে যে কেউ মেসেজ সেভ করে রাখতে পারবেন। যা এটিকে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ থেকে সাধারণ একটি মেসেজে পরিণত করবে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, মেসেজটি un-keep করার অপশনও থাকবে। কিন্তু এটি তখনই কাজ করবে মেসেজগুলি একেবারে প্রথমেই সেভ করে রাখার জন্য চিহ্নিত করে রাখা হবে।
advertisement
advertisement
Whatsapp-এর এই নতুন ফিচারটি নিয়ে বিতর্ক তৈরি হতেই পারে। কারণ ডিজঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি ছিল একটি Privecy Feature, যা কোনও পাঠানো মেসেজ নির্দিষ্ট সময়ের পর মুছে দিত। নতুন ফিচার এলে তা সংরক্ষণ করে রাখতে পারবেন যে কেউ। Whatsapp গত সপ্তাহে আরও একটি ফিচার চালু করেছে যা ব্যবহারকারীদের একটি গ্রুপ চ্যাটে ৩২ জনকে থাকতে দেয়। এছাড়াও, আরও বেশ কিছু ফিচার আপডেট করেছে Whatsapp, যেমন ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার করার ক্ষমতা, WhatsApp কমিউনিটি ইত্যাদি।
advertisement
ভয়েস কলে সদস্য সংখ্যা বেড়েছে। এখানে কল করতে ব্যবহারকারীদের প্রথমে একটি চ্যাট উইন্ডোতে যেতে হবে এবং স্ক্রিনের উপরের ডানদিকের কোণায় কল আইকনটি টিপতে হবে। অন্যদিকে, কোনও গ্রুপ ভয়েস কল শুরু করতে গেলে নীচে কল ট্যাব খুলতে হবে, তার পর উপরে যোগ (+) চিহ্নটি বেছে নিতে হবে। এর পর সদস্যদের যোগ করলেই শুরু হয়ে যাবে কল।
Location :
First Published :
April 27, 2022 8:22 PM IST