গ্লোবাল ব্র্যান্ড ক্যাম্পেন: শর্ট ফিল্মে গোপনীয়তা ও সুরক্ষার প্রচার করছে WhatsApp
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp তাদের নতুন ফিচারগুলি সম্পর্কে ব্যবহারকারীদের অবহিত করতেই ক্যাম্পেনের আয়োজন করেছে
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp সম্প্রতি চালু করেছে গ্লোবাল ব্র্যান্ড ক্যাম্পেন। এই Global Brand Campaign চালু করার এক মাত্র উদ্দেশ্য ইন্টারলকিং লেয়ারের ক্ষেত্রে সকলকে সচেতন করার জন্য।
Meta India-র মার্কেটিং ডিরেক্টর অবিনাশ পন্ত জানিয়েছেন যে, WhatsApp অনেকদিন ধরেই তারা অ্যাপের সুরক্ষার জন্য বিভিন্ন স্তর যুক্ত করে চলেছেন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে। WhatsApp-এর নতুন এই ফিচারগুলির মাধ্যমে ব্যবহারকারীদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে। তিনি জানিয়েছেন যে, তাদের লক্ষ্য হল নতুন এই ফিচারগুলির মাধ্যমে WhatsApp এর ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষার স্তর দিয়ে সাহায্য করা।
advertisement
WhatsApp তাদের নতুন ফিচারগুলি সম্পর্কে ব্যবহারকারীদের অবহিত করতেই ক্যাম্পেনের আয়োজন করেছে। আর সে জন্য তারা বেছে নিয়েছে শর্ট ফিল্মের পথ। স্বল্প দৈর্ঘ্যের চলচ্ছবির মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। এক নজরে দেখে নিন WhatsApp এর গুরুত্বপূর্ণ প্রাইভেসি ফিচার।
advertisement
গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া -
WhatsApp-এর এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা যে কোনও গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারেন কাউকে না জানিয়ে। সেই গ্রুপের অ্যাডমিন ছাড়া কেউ জানতে পারবে না সেই বিষয়ে।
advertisement
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
স্ক্রিনশট তোলা যাবে না -
WhatsApp-এর এই ফিচারের মাধ্যমে যে কোনও চ্যাটের স্ক্রিনশট তোলা যাবে না। ব্যবহারকারীরা চাইলে সেই চ্যাটের স্ক্রিনশট তুলতে পারবে না অন্য কোনও ব্যবহারকারীরা।
advertisement
ডিফল্ট E2EE -
WhatsApp-এ রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন বাই ডিফল্ট টু পার্সোনাল মেসেজ ফিচার।
এনক্রিপটেড ব্যাক অ্যাপ -
WhatsApp-এর এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চ্যাট হিস্টরির ব্যাক আপ রাখতে পারবেন।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
ডিসঅ্যাপেয়ারিং মেসেজ -
advertisement
WhatsApp-এর এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো ডিস অ্যাপেয়ার করতে পারবেন মেসেজ।
ব্লক অ্যান্ড রিপোর্ট -
WhatsApp এর ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো যে কাউকে ব্লক করে দিতে পারবেন এবং রিপোর্ট জানাতে পারবেন।
টু স্টেপ ভেরিফিকেশন -
WhatsApp এর এই ফিচারের মাধ্যমে সুরক্ষিত রাখা যাবে নিজেদের তথ্য।
view commentsLocation :
First Published :
August 26, 2022 12:42 PM IST