Internet Speed: ১০০ Mbps গতি থাকা সত্ত্বেও কেন ১০০ MB-র ফাইল এক সেকেন্ডে ডাউনলোড হয় না, জেনে নিন আসল সত্য!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Internet Speed: যখনই আমরা কোনও ডেটা প্ল্যান কিনতে যাই, তখন দাম, ডেটা লিমিটের সঙ্গে দেখে নেওয়া হয় স্পিড লিমিটও। গতি যত বেশি, ডেটা প্ল্যান তত বেশি ব্যয়বহুল। ডেটার গতি Mbps-এ পরিমাপ করা হয়।
এই পৃথিবীর সমস্ত বস্তু পরিমাপের নির্দিষ্ট একক রয়েছে। দেশ থেকে দেশান্তরে তার কিছু পরিবর্তন হতে পারে। যেমন ভারতে মানুষের ওজন কিলোগ্রামে মাপা হয়। যদিও অন্য অনেক দেশে পাউন্ডে। কিন্তু সারা বিশ্বে একই পরিমাপ ব্যবহার করা হয় ডেটা-র ক্ষেত্রে।
যখনই আমরা কোনও ডেটা প্ল্যান কিনতে যাই, তখন দাম, ডেটা লিমিটের সঙ্গে দেখে নেওয়া হয় স্পিড লিমিটও। গতি যত বেশি, ডেটা প্ল্যান তত বেশি ব্যয়বহুল। ডেটার গতি Mbps-এ পরিমাপ করা হয়। এক্ষেত্রে যদি কেউ ভাবেন যে এর অর্থ হল প্রতি সেকেন্ডে কত মেগা বাইট, তা বলা হচ্ছে, তাহলে তিনি ভুল বুঝছেন।
advertisement
Mbps-এর অর্থ তাহলে কী?
advertisement
খুব ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে ওই ডেটা প্যাকে লেখা থাকে Mbps। কোথাও Mbps লেখা থাকে না। এইটুকু নজর করলেই অনেকটা ধোঁয়াশা কেটে যেতে পারে। MB-র অর্থ মেগাবাইট। আর MB-র অর্থ মেগাবিট। একটি বাইটে থাকে ৮ বিট।
১ MB-তে থাকে ৮ MB। এই কারণে যখন একটি ১০০ MB ফাইল ডাউনলোড করার চেষ্টা করা হয় ১০০ Mbps গতিতে, তখন কোনও ভাবেই সেটিকে এক সেকেন্ডে ডাউনলোড করা যায় না। তবে, অঙ্কের হিসেবে যে সময় লাগার কথা সাধারণত পরিস্থিতিতে ফাইলটি ডাউনলোড বা আপলোড করতে তার থেকে কিছুটা বেশি সময় লাগেই।
advertisement
কেন এমন হয়?
আসলে ডেটার স্পিড নির্ভর করে আদর্শ পরিস্থিতির উপর। ধরা যাক, কোনও ব্যক্তি ১০০ Mbps ডেটার একটি প্ল্যান নিয়েছেন। এটি হল ডেটার সর্বোচ্চ গতি। সেক্ষত্রে যদিও কারও বাড়িতে শুধুমাত্র একটি ডিভাইসে ব্যবহার করা হয় ওই ডেটা, তাহলে ওই ব্যক্তি ৮০-৯০ Mbps স্পিড পেতেই পারেন। এমনকী কখনও ১০০Mbps-এর ‘ফুল স্পিড’ও পাওয়া যেতে পারে। যদিও পরিষেবা প্রদানকারীর সংস্থার নেটওয়ার্কে সমস্যা দেখা দিলে ওই ব্যবহারকারীর ইন্টারনেটের গতি প্রভাবিত হতে পারে।
advertisement
তবে ইন্টারনেটের সঙ্গে যত বেশি ডিভাইস সংযুক্ত থাকবে, ইন্টারনেটের গতি তত কম হবে। যদি ১০০ Mbps প্ল্যানে একটি স্মার্ট টিভি, একটি ল্যাপটপ এবং দু’তিনটি ফোন সংযুক্ত থাকে, তাহলে টিভি এবং ল্যাপটপে আপলোড এবং ডাউনলোডের গতি কমে প্রায় ৪০ Mbps-এ দাঁড়াতে পারে। ১০০ Mbps ফুল স্পিড কোনও ডিভাইসেই পাওয়া যাবে। তাই উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হলে, একটি ডিভাইসে সংযোগ রেখে অন্যগুলি বিচ্ছিন্ন করাই ভাল।
advertisement
কোনও ডিভাইসে ইন্টারনেটের গতি কত তা কী ভাবে জানা যাবে!
Ookla-র মাধ্যমে Speedtest দিয়ে ইন্টারনেটের গতি পরীক্ষা করা যেতে পারে। নিজের ইন্টারনেট ব্রাউজার থেকে speedtest.net-এ যেতে হবে। যে পেজটি খুলবে তার সামনে GO বাটন দেখাবে। এতে ক্লিক করলে ওয়েবসাইটটি প্রথমে ডাউনলোডের স্পিড পরীক্ষা করবে। তারপর আপলোড করবে এবং জানিয়ে দেবে ওই ব্যবহারকারীর ডিভাইসে কী পরিমাণ গতি রয়েছে!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2023 5:49 PM IST









