ফোনে SIM না থাকলেও করতে পারবেন ফোন, মিলবে ডেটা পরিষেবাও

Last Updated:

eSIM পরিষেবার পাশাপাশি ডিভাইসের লিস্টও জারি করা হয়েছে সমস্থার তরফে ৷

#নয়াদিল্লি: দেশের মধ্যে eSIM ব্যবহারের প্রবণতা অনেকটাই বেড়েছে ৷ ভারতী এয়ারটেলের পর এবার ভোডাফোন আইডিয়া লঞ্চ করেছে eSIM পরিষেবা ৷ ভোডাফোন আপাতত কেবল পোস্টপেড গ্রাহকদের জন্য এই পরিষেবা নিয়ে এসেছে ৷ কেবল দিল্লি, গুজরাত ও মুম্বই সার্কেলে এই পরিষেবা মিলছে ৷ এর জেরে গ্রাহকরা বিনা কোনও ফিজিক্যাল সিম কার্ড ফোন নম্বর ব্যবহার করতে পারবেন ৷ শুরুর দিকে কয়েকটি ডিভাইসেই এই সুবিধা মিলবে ৷ দেখে নিন কীভাবে পরিষেবা কাজ করবে ৷
eSIM পরিষেবার পাশাপাশি ডিভাইসের লিস্টও জারি করা হয়েছে সংস্থার তরফে ৷ নতুন এই সুবিধা আপাতত iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone SE, iPhone XS, iPhone XS Max ও iPhone XR-এ মিলবে ৷
হাই-এন্ড ডিভাইসে e-SIM ইন্টিগ্রেটেড সিম চিপের মতো কাজ করবে ৷ অর্থাৎ এর জন্য ফোনে আলাদা করে কোনও সিম লাগানোর দরকার নেই ৷ ফোনের পাশাপাশি ডেটা ব্যবহার ও এসএমএস ব্যবহারেরও সুবিধা পাবেন গ্রাহকরা ৷
advertisement
advertisement
এর জন্য সবচেয়ে প্রথমে ‘eSIM email id’ টাইপ করে মেসেজ পাঠাতে হবে 199 নম্বরে ৷ আপনার ইমেল আইডি মোবাইল নম্বরের সঙ্গে রেজিস্টার্ড না থাকলে ‘email email id’ লিখে 199 নম্বরে পাঠাতে হবে ৷ একবার ইমেল ভ্যালিডেট হওয়ার পর 199 নম্বরে থেকে আপনার কাছে মেসেজ আসবে ৷ ‘ESIMY’ লিখে মেসেজের উত্তর দিতে হবে আপনাকে ৷ এরপর আরও একটি মেসেজ আসবে ৷ এরপর ই-মেল আইডিতে QR কোড আসবে ৷ কোডটি স্ক্যান করার পর ই-সিম অ্যাক্টিভেট হয়ে যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোনে SIM না থাকলেও করতে পারবেন ফোন, মিলবে ডেটা পরিষেবাও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement