বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার বিপজ্জনক, জানাচ্ছে আবহাওয়া দফতর
Last Updated:
বজ্রবিদ্যুত থেকে বাঁচতে বন্ধ করুন মোবাইলের ব্যবহার ৷ এমনই তথ্য সামনে আনছে মধ্যপ্রদেশের আবহাওয়া দফতর ৷ মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে
#ভোপাল: বজ্রবিদ্যুত থেকে বাঁচতে বন্ধ করুন মোবাইলের ব্যবহার ৷ এমনই তথ্য সামনে আনছে মধ্যপ্রদেশের আবহাওয়া দফতর ৷ মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ যার ফলে সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে ৷ সাধারণত দেখা যায় এই সময় রাস্তায় থাকা মানুষজন গাছে তলায় আশ্রয় নেন, আর নিজের অবস্থানের কথা জানাতে বাড়িতে ফোন করেন ৷ এতেই ঘটে যেতে পারে চরম বিপদ ৷
ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু খবর মিলেছে মধ্যপ্রদেশে ৷ আবহাওয়া বিশেষজ্ঞদের মতে মোবাইলে থাকে বৈদুত্যিক উপাদান এবং ইলেক্ট্রনিক সার্কিট ৷ এতে দ্রুত বিদ্যুৎ সংযোগের আশঙ্কা থাকে ৷ বজ্রপাতে সময় যা বিপজ্জনক হতে পারে ৷ মধ্যপ্রদেশে এই বার্তা দেওয়া হলেও, যে কোন প্রান্তেই ঘটতে পারে এমন বিপদ ৷ তাই যেখানেই থাকুন আপনি বিপদের হাত থেকে বাঁচতে এরম সময় মোবাইল রাখুন দূরে, নিজেকে রাখুন সুরক্ষিত ৷
advertisement
Location :
First Published :
June 28, 2018 8:53 PM IST