ভারতে শুরু হল UPI ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেট পরিষেবা, কী কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্দেশনায় আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ট্রান্সকর্প ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগিতায় এনপিসিআই এই উদ্যোগ শুরু করেছিল।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা এনআরআই এবং দেশে আসা আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেট পরিষেবা চালু করা হয়েছে। এই পরিষেবাটি প্রথম ঘোষণা করা হয়েছিল গত বছর জি২০-র শীর্ষ সম্মেলনের সময় যা ভারত দ্বারা আয়োজন করা হয়েছিল।
এটি সেই সমস্ত যাত্রীদের লেনদেনে অনুমতি দেবে যাঁদের ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) সিস্টেম ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্দেশনায় আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ট্রান্সকর্প ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগিতায় এনপিসিআই এই উদ্যোগ শুরু করেছিল।
advertisement
advertisement
একটি পোস্টে ঘোষণা করা হয় যে, এনপিসিআই বলেছে যে, ভারতে আগত ভ্রমণকারীরা ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেটের মাধ্যমে নিরাপদে ডিজিটাল অর্থপ্রদান করতে এবং সারা দেশে লেনদেন করতে সক্ষম হবেন। এই পরিষেবা যাত্রীদের বিপুল পরিমাণ নগদ বা একাধিক বৈদেশিক মুদ্রা লেনদেনের ঝামেলা থেকে মুক্তি দেবে।
ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেট পরিষেবার মাধ্যমে, বিদেশি ভ্রমণকারীরা এবং এনআরআইরা প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ইউপিআই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এর পরে, ব্যবহারকারীরা অর্থ প্রদানের জন্য তাঁদের স্মার্টফোনের ক্যামেরা দিয়ে যে কোনও ব্যবসায়ীর কিউআর কোড স্ক্যান করতে সক্ষম হবেন।
advertisement
যাত্রীরা তাঁদের ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেট আইডি দিয়ে অনলাইন লেনদেনও করতে পারেন। এনপিসিআই বলেছে যে, ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেটটি স্টোর, হোটেল এবং রেস্তোরাঁর পাশাপাশি অনলাইন শপিং, বিনোদন, পরিবহন, ট্র্যাভেল বুকিং এবং এই জাতীয় আরও অনেক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।
advertisement
এই পরিষেবাটি পেতে, ব্যবহারকারীদের সারা দেশে অনুমোদিত ইস্যুকারীদের কাছ থেকে পিপিআই-ইউপিআই অ্যাপ পেতে হবে। অ্যাপটি রিলিজ হয়ে গেলে, যাত্রীরা তাঁদের পছন্দের পরিমাণ আইএনআর অ্যাপে লোড করতে পারবেন। কোনও অব্যবহৃত পরিমাণ বৈদেশিক মুদ্রা মূল উৎসে ফেরত পাঠানো হবে। এই উদ্যোগের লক্ষ্য হল আন্তর্জাতিক দর্শকদের জন্য ভারতে ভ্রমণ এবং থাকার ব্যবস্থা করা।
advertisement
পিআই ওয়ান ওয়ার্ল্ড পরিষেবা কীভাবে ব্যবহার করতে হবে
• প্রথমে ইস্যুকারীর দেওয়া অ্যাপটি ডাউনলোড এবং সাইন ইন করতে হবে।
• ইস্যুকারী কাউন্টারে পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য বিবরণ শারীরিক ভাবে যাচাই করে কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
advertisement
• একবার সম্পন্ন হলে, ব্যক্তিকে তাঁর আন্তর্জাতিক মোবাইল নম্বরে ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেট জারি করা হবে।
• এর পরে, যাত্রীরা ইস্যুকারী কাউন্টারে বৈদেশিক মুদ্রা বিনিময় করে বা ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে অ্যাপে অর্থ লোড করতে পারেন।
• এর পরে অ্যাপটিতে ইউপিআই পেমেন্ট করতে ব্যবহার করা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে শুরু হল UPI ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেট পরিষেবা, কী কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement