Bankura News: পাথরেও ফুটবে ফুল! এই ‘বল’ই দেখাবে ম‍্যাজিক, জেনে নিন বিশেষ পদ্ধতি

Last Updated:
Bankura News: যেখানে পৌঁছয় না মানুষের হাত, সেখানেও ঘটবে সবুজায়ন! জেনে নিন কীভাবে করবেন
1/6
 গাছ লাগাবার নতুন পদ্ধতি। শুরু করেছিল বাঁকুড়ার ছাতনা বন দফতর। পাথরে বন্ধা জমিতে এই পদ্ধতিতে গাছ লাগানো সম্ভব। যেসব জায়গায় পৌঁছতে পারেনা মানুষ, সেই জায়গায় হবে গাছ।
গাছ লাগাবার নতুন পদ্ধতি। শুরু করেছিল বাঁকুড়ার ছাতনা বন দফতর। পাথরে বন্ধা জমিতে এই পদ্ধতিতে গাছ লাগানো সম্ভব। যেসব জায়গায় পৌঁছতে পারেনা মানুষ, সেই জায়গায় হবে গাছ।
advertisement
2/6
তবে চাইলে খুব সহজেই তৈরি করতে পারেন এই বল আকারের মাটি এবং গোবরের গোলা।
তবে চাইলে খুব সহজেই তৈরি করতে পারেন এই বল আকারের মাটি এবং গোবরের গোলা।
advertisement
3/6
হাতে করে, গোবর, জৈব সার এবং মাটি নিয়ে বলের মতো গোলাকার করে নিতে হবে, বলের মতো আকারটি খুব গুরুত্বপূর্ণ। বলের মতো হলে তবেই দূরের দুর্গম জায়গা পর্যন্ত নিক্ষেপ করা সম্ভব হবে।
হাতে করে, গোবর, জৈব সার এবং মাটি নিয়ে বলের মতো গোলাকার করে নিতে হবে, বলের মতো আকারটি খুব গুরুত্বপূর্ণ। বলের মতো হলে তবেই দূরের দুর্গম জায়গা পর্যন্ত নিক্ষেপ করা সম্ভব হবে।
advertisement
4/6
এবার সেই গোলাকার মণ্ডটিতে, পছন্দ মত গাছের বীজ ভরে দিতে হবে। যে সকল গাছের মোটা গুঁড়ি দেখা যায় সেই গাছ লাগালে পাথুরে গন্ধা জমিতে ভালো ফল পাওয়া যায়।
এবার সেই গোলাকার মণ্ডটিতে, পছন্দ মত গাছের বীজ ভরে দিতে হবে। যে সকল গাছের মোটা গুঁড়ি দেখা যায় সেই গাছ লাগালে পাথুরে গন্ধা জমিতে ভালো ফল পাওয়া যায়।
advertisement
5/6
ছাতনা রেঞ্জার এসা বোস বলেন,
ছাতনা রেঞ্জার এসা বোস বলেন,
advertisement
6/6
বাঁকুড়ায় এই কাজ শুরু হওয়ার পর গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বল বানিয়ে বৃক্ষ রোপনের কর্মসূচি।
বাঁকুড়ায় এই কাজ শুরু হওয়ার পর গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বল বানিয়ে বৃক্ষ রোপনের কর্মসূচি।
advertisement
advertisement
advertisement