Twitter New Logo : বদলে গেল ট্যুইটার, উড়ে গেল নীলপাখি! এলন মাস্ক আনলেন নতুন লোগো... কেন এই বদল?

Last Updated:

New logo takes over Twitter page : সূত্রের খবর, মার্জারের পর ট্যুইটার এখন X ক্রপ নামক নতুন একটি কোম্পানির অংশ হতে চলেছে৷

বদলে গেল ট্যুইটারের লোগো
বদলে গেল ট্যুইটারের লোগো
ট্যুইটারের মালিকানা বদলের সঙ্গে সঙ্গেই আরও অনেক বদল এসেছে। এবার বদলে গেল সেই চিরপরিচিত নীলপাখি। রবিবার ট্যুইট করে এলন মাস্ক লেখেন, ‘‘খুব তাড়াতাড়ি আমরা টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব। যদি আজ রাতে ভাল X লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামীকাল বিশ্বব্যাপী লাইভ করব’’৷ সোমবার সকালে ঠিক তেমনটাই হল।
advertisement
advertisement
সূত্রের খবর, মার্জারের পর ট্যুইটার এখন X ক্রপ নামক নতুন একটি কোম্পানির অংশ হতে চলেছে৷ ট্যুইটারের লোগো বদলে হবে ‘X’ হওয়ার পিছনে সম্ভবত এটাই কারণ৷ তাঁর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি xAIকেও তুলে ধরেছেন মাস্ক৷
প্রসঙ্গত ট্যুইটারে নিয়ম বদলের প্রক্রিয়া চলছে৷ আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রতিদিন কতগুলি করে সরাসরি মেসেজ করা যাবে সেই বিষয়ে সীমারেখা টানতে চায় ট্যুইটার৷ শুক্রবার থেকেই এই নতুন নিয়ম আসতে চলেছে৷ যাদের ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন নেই বা ভেরিফায়েড ব্যাজ নয় তাদের ক্ষেত্রেই লাগু হবে এই নিয়ম৷ ঠিক কতগুলি এসএমএস পাঠানো যাবে সেই সংখ্যা অবশ্য এখনও প্রকাশ করেনি সংস্থা৷
advertisement
ট্যুইটার কিনে নেওয়া ইস্তক প্রায় প্রতিদিনই নতুন নতুন নিয়ম চালু করছেন এলন মাস্ক৷ প্রথমেই তিনি একগুচ্ছ লোককে কাজ থেকে অব্যাহতি দেন, যা নিয়ে প্রবল সমালোচিতও হন৷ তারপর ব্লু টিক কেও সাবস্ক্রিপশনের আওতায় নিয়ে চলে আসেন৷ বর্তমানে মাসিক একটি নির্দিষ্ট মূল্য দিলেই তবে মেলে ট্যুইটারের ব্লু টিক পরিষেবা৷নেটিজেনরা বলছে, এই পর্যন্ত তা-ও ঠিক ছিল৷ কিন্তু, এখন এলন মাস্ক করলেন, তাতে বিনামূল্যে ট্যুইটার ব্যবহার প্রায় নিষিদ্ধই হয়ে যাচ্ছে। এখন যাঁদের ট্যুইটারের সাবস্ক্রিপশন নেওয়া আছে, কেবলমাত্র সেই সমস্ত ব্যবহারকারীরাই সমস্ত ট্যুইট দেখতে সক্ষম হবেন। এমতাবস্থায়, যাঁরা প্রতিদিন হাজার হাজার ট্যুইট দেখে তাঁদের প্রতিক্রিয়া জানাতেন, তাঁদের পক্ষে বিষয়টা কিছুটা কঠিন হতে চলেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Twitter New Logo : বদলে গেল ট্যুইটার, উড়ে গেল নীলপাখি! এলন মাস্ক আনলেন নতুন লোগো... কেন এই বদল?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement