TVS-এর এই বাইক এখন বাজারে হিট! দুর্দান্ত মাইলেজ, দেখতেও দারুণ! এবার এল নতুন ভ্যারিয়েন্ট
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
TVS Raider- নতুন প্রজন্মের রাইডারদের জন্য দারুণ সুখবর! আসলে নিজেদের Raider Super Squad Edition (SSE) লাইন-আপে নতুন দুটি ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত করেছে TVS Motor Company।
কলকাতা : নতুন প্রজন্মের রাইডারদের জন্য দারুণ সুখবর! আসলে নিজেদের Raider Super Squad Edition (SSE) লাইন-আপে নতুন দুটি ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত করেছে TVS Motor Company। আর এই দুটি ভ্যারিয়েন্ট আবার Deadpool এবং Wolverine-এর মতো Marvel আইকন দ্বারা অনুপ্রাণিত।
এই দুই নয়া এডিশনে রাইডার ডিজাইন এবং আধুনিক প্রযুক্তিকে মেলানো হয়েছে। মূলত Generation Z রাইডারদের পছন্দের কথা মাথায় রেখেই এটিকে বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। তবে এর দাম ১ লক্ষ টাকার কমই রেখেছে সংশ্লিষ্ট সংস্থা। ফলে বেশ সস্তাতেই তা পেয়ে যাবে তরুণ গ্রাহকরা।
নতুন ডেক্যালস এবং গ্রাফিক্স:
advertisement
এই নতুন Super Squad এডিশনের রয়েছে নতুন ডেক্যালস এবং গ্রাফিক্স। যা Deadpool এবং Wolverine-এর মতো চরিত্র দ্বারা অনুপ্রাণিত। এর ফলে এই Raider-এর 125cc সেগমেন্টে একটা অনন্য স্টাইল যোগ হয়েছে। এই মোটরসাইকেলটিতে রাখা হয়েছে ৩-ভালভ ইঞ্জিন। যা ৭৫০০ আরপিএম-এ ১১.২ বিএইচপি এবং ৬০০০ আরপিএম-এ ১১.৭৫ এমনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। লেটেস্ট আপডেটে যোগ করা হয়েছে বুস্ট মোড এবং iGO অ্যাসিস্ট-সহ গ্লাইড থ্রু টেকনোলজি (GTT)।
advertisement
রিভার্স LCD ডিজিটাল ক্লাস্টার:
এই রিভার্স LCD ডিজিটাল ক্লাস্টার থেকে উপকৃত হবেন গ্রাহকরাও। যা ৮৫টিরও বেশি কানেক্টেড ফিচার অফার করে। এর ফলে রাইডারদের টেক-স্যাভি অ্যাপিল অনেকাংশে বৃদ্ধি পাবে। আর TVS-ই হল প্রথম ব্র্যান্ড, যা ভারতের বাজারে প্রথমবারের জন্য Marvel থিমের মোটরসাইকেল আনল। শুধু তা-ই নয়, ২০২৩ সালে Iron Man এবং Black Panther দ্বারা অনুপ্রাণিত রাইডার এডিশন বাজারে এনেছিল এই সংস্থাটি।
advertisement
আরও পড়ুন- গাড়ি কেনার কথা ভাবছেন? এই মাসে রয়েছে সেরা সুযোগ, থাকছে বিরাট ডিসকাউন্ট
তরুণ গ্রাহকদের জন্য দারুণ:
আসলে তরুণ প্রজন্মের গ্রাহকদের কথা মাথায় রেখে বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এটি। আসলে এর মধ্যে সুপারহিরো এস্থেটিক্স এবং স্পোর্টি পারফরম্যান্সের একটি দারুণ মেলবন্ধন ঘটানো হয়েছে। আর এই নতুন Deadpool এবং Wolverine এডিশনের সঙ্গে TVS-এর লক্ষ্য হল, Generation Z-র সঙ্গে সংযোগটা গড়ে তোলার বিষয়টাকে আরও জোরদার করা। কারণ এই এডিশনে ব্যক্তিত্ব, উদ্ভাবন এবং স্টাইলের এক দুর্ধর্ষ মিশেল ঘটানো হয়েছে।
advertisement
এবার আসা যাক এর দামের প্রসঙ্গে। নতুন TVS Raider Super Squad Edition (SSE)-এর দাম রাখা হয়েছে ৯৯৪৬৫ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। আর চলতি মাস থেকে সমস্ত TVS ডিলারশিপেই পাওয়া যাবে Raider Super Squad Edition (SSE) লাইন-আপের দুই নয়া ভ্যারিয়েন্ট।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 3:35 PM IST