Car Sale : গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই মাসে রয়েছে দারুণ সুযোগ, থাকছে ডিসকাউন্ট

Last Updated:

Cars- চলতি বছরের উৎসবের মরশুম শুরু হতে চলেছে। আর তারই প্রাক্কালে প্রায় সমস্ত বড় বড় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা নিজেদের ইলেকট্রিক মডেলের গাড়ির উপর দিচ্ছে প্রচুর ছাড়। ফলে এই মুহূর্তে যাঁরা গাড়ি কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য স্বাভাবিক ভাবে এটা দুর্দান্ত এক সুযোগ।

News18
News18
কলকাতা : চলতি বছরের উৎসবের মরশুম শুরু হতে চলেছে। আর তারই প্রাক্কালে প্রায় সমস্ত বড় বড় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা নিজেদের ইলেকট্রিক মডেলের গাড়ির উপর দিচ্ছে প্রচুর ছাড়। ফলে এই মুহূর্তে যাঁরা গাড়ি কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য স্বাভাবিক ভাবে এটা দুর্দান্ত এক সুযোগ। তাহলে আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক, অগাস্ট মাসে কোন কোন ইলেকট্রিক হ্যাচব্যাক এবং এসইউভি-র উপর আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে।
Kia EV6:
সাম্প্রতিক ফেসলিফটেড Kia EV6 ব্যাপক আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে। বেশিরভাগ আউটলেটে মিলছে ১০ লক্ষ টাকারও বেশি ডিসকাউন্ট। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি। বড় এবং দারুণ ব্যাটারি প্যাকের পাশাপাশি নতুন Kia EV-তে রয়েছে উন্নত ডিজাইন এবং ইন্টেরিয়র। বর্তমানে শুধুমাত্র GT-Line AWD ভ্যারিয়েন্টই সেলে পাওয়া যাচ্ছে।
advertisement
Mahindra XUV400:
Tata-র Nexon-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছিল। অথচ Mahindra XUV400 সেল এতটাই কম হয়েছে যে, তা সেভাবে Nexon-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। এর অন্যতম কারণ হল -মার্কেটে এর পারফরম্যান্স বেশ দুর্বল। তবে স্টকের উপর ভিত্তি করে এই মুহূর্তে এই গাড়ির উপর পাওয়া যাচ্ছে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়।
advertisement
বর্তমানে আড়াই লক্ষ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে MG ZS EV। ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে এই Comet EV মিলছে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকার ডিসকাউন্টে। তবে জনপ্রিয় Windsor কিন্তু বর্তমানে বেস্ট সেলিং MG। তাই এর উপর কোনও রকম ছাড় পাওয়া যাচ্ছে না।
advertisement
Citroen eC3:
এটি হাই-রাইডিং হ্যাচব্যাক। সঙ্গে মিলছে SUV-র মতো ডিজাইন আর ২৫৪০ এমএম হুইলবেস (যা Brezza-র তুলনায় অনেকটাই বেশি)। আসলে Citroen eC3 হল Punch EV-র সরাসরি প্রতিদ্বন্দ্বী। যদিও এটা সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। বেশিরভাগ জায়গাতেই ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাচ্ছে Citroen eC3।
Tata-র গাড়িতেও মিলছে ব্যাপক ছাড়:
advertisement
Tata EV লাইন-আপের মধ্যে রয়েছে Tiago, Punch, Nexon, Curvv এবং সম্প্রতি বাজারে আসা Harrier EV। যা একাধিক ডিসকাউন্ট এবং অফারে পাওয়া যাচ্ছে। যদিও সাম্প্রতিক কালে লঞ্চ হওয়া Harrier EV-র ক্ষেত্রে বর্তমানে শুধুই লয়্যাল্টি বেনিফিটস পাওয়া যাচ্ছে। তবে
Tiago EV-র মতো গাড়ি কিছু কিছু জায়গায় ১ লক্ষ টাকারও বেশি বেনিফিটে পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা আবশ্যক যে, ডিসকাউন্ট বা ছাড়ের পরিমাণ এক-একটা শহরে এক-এক রকম। শুধু তা-ই নয়, স্টকের প্রাপ্যতার উপর নির্ভর করে এই ছাড়। তাই কতটা পরিমাণ ডিসকাউন্ট মিলবে, তা জানার জন্য স্থানীয় ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Car Sale : গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই মাসে রয়েছে দারুণ সুযোগ, থাকছে ডিসকাউন্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement