WhatsApp and SMS Scam: ক্লিক করলেই সর্বনাশ! WhatsApp এবং SMS-এ এই ৭ রকমের বার্তা আসছে? ভুলেও খুলবেন না!
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp and SMS Scam: প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ৮২% ভারতীয় এই ধরনের জাল বার্তাগুলিতে ক্লিক করেছেন বা পড়েছেন। এটি দাবি করে যে ভারতীয়রা প্রতিদিন ইমেল, টেক্সট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় ১২টি জাল বার্তা বা স্ক্যাম পায়।
নিরাপত্তা কোম্পানি McAfee সম্প্রতি তার গ্লোবাল স্ক্যাম মেসেজ স্টাডি প্রকাশ করেছে। প্রতিবেদনটি স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করেছে এবং ৭টি বিপজ্জনক মেসেজ তালিকাভুক্ত করেছে। যা অপরাধীরা ডিভাইস হ্যাক করতে কিংবা অর্থ চুরি করার জন্য WhatsApp বা SMS এ পাঠায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ৮২% ভারতীয় এই ধরনের জাল বার্তাগুলিতে ক্লিক করেছেন বা পড়েছেন। এটি দাবি করে যে ভারতীয়রা প্রতিদিন ইমেল, টেক্সট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় ১২টি জাল বার্তা বা স্ক্যাম পায়। এখানে এমন ৭টি বিপজ্জনক বার্তা রয়েছে, যেখানে কখনও ক্লিক করা উচিত নয়।
‘আপনি একটি পুরস্কার জিতেছেন’:
এই বার্তাটির ক্ষেত্রে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। যেমন- পুরস্কার জিতেছেন, এমনটা উল্লেখ করা থাকতে পারে। তবে ৯৯% সম্ভাবনা রয়েছে যে, প্রাপ্ত বার্তাটি একটি কেলেঙ্কারি এবং এটি প্রাপকদের টাকা চুরি করার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
ভুয়ো চাকরির বিজ্ঞপ্তি কিংবা অফার:
এটি আর একটি বিপজ্জনক বার্তা। মনে রাখতে হবে যে, চাকরির অফার কখনও WhatsApp কিংবা SMS-এর মাধ্যমে আসে না। এই প্ল্যাটফর্মগুলিতে কোনও পেশাদার সংস্থা কখনও কারও সঙ্গে যোগাযোগ করবে না, তাই এটি নিশ্চিত রূপে একটি কেলেঙ্কারি।
ইউআরএল-সহ ব্যাঙ্ক সতর্কবার্তা:
WhatsApp এবং SMS-এ প্রাপ্ত ব্যাঙ্ক সতর্কবার্তাগুলি ব্যবহারকারীদের মেসেজে একটি ইউআরএল/লিঙ্কের মাধ্যমে কেওয়াইসি সম্পূর্ণ করতে বলে। এটি একটি স্ক্যাম, যার উদ্দেশ্য হল, টাকা চুরি করা।
advertisement
কেনাকাটা সংক্রান্ত তথ্য, অথচ শপিং হয়নি:
কেউ হয়তো কেনাকাটা করেননি, কিন্তু তা সত্ত্বেও কেনাকাটা সংক্রান্ত আসতে পারে। এই ধরনের যে কোনও আপডেট একটি কেলেঙ্কারি। এই ধরনের বার্তাগুলি এমন ভাবে লেখা হয়। যাতে প্রাপকরা সেটা ক্লিক করার ফাঁদে সহজেই পা দিয়ে দেন। আর তখনই তাঁদের ফোন হ্যাক করে জালিয়াতরা।
advertisement
Netflix (বা অনুরূপ OTT) সাবস্ক্রিপশন আপডেট:
OTT জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে স্ক্যামাররা স্মার্টফোন ব্যবহারকারীদের নেটফ্লিক্স বা অন্যান্য OTT সাবস্ক্রিপশনের মেসেজ দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করে। এগুলি হতে পারে বিনামূল্যের অফার কিংবা সাবস্ক্রিপশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার জরুরি বার্তা।
জাল ডেলিভারি, ডেলিভারির সমস্যা বা বিজ্ঞপ্তি:
মিসড ডেলিভারি বা অন্যান্য ডেলিভারি সমস্যার WhatsApp এবং SMS বার্তাগুলিও বিপজ্জনক। কেউ যখন অনলাইনে কেনাকাটা করেন, তখনও এটি হতে পারে।
advertisement
অ্যামাজন সিকিউরিটি অ্যালার্ট বা অ্যাকাউন্ট আপডেট সংক্রান্ত বিজ্ঞপ্তি বার্তা:
অ্যামাজন সিকিউরিটি অ্যালার্ট কিংবা নিজেদের অ্যাকাউন্টের কোনও আপডেট সংক্রান্ত বিজ্ঞপ্তি বার্তাগুলিও স্ক্যাম হতে পারে। অনুগ্রহ করে মনে রাখতে হবে যে, অ্যামাজন বা কোনও ই-কমার্স কোম্পানি কখনও WhatsApp কিংবা SMS-এ এই ধরনের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পাঠায় না।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2023 9:11 PM IST