Dangerous Apps for Android: খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! অ্যান্ড্রয়েডে ৬০০ মিলিয়ন ক্ষতিকর অ্যাপ ডাউনলোডেই বাড়ছে বিপদ, জানুন তালিকা

Last Updated:

Dangerous Apps for Android: শুধু তা-ই নয়, ক্যাসপারস্কির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু চলতি বছরেই অ্যান্ড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোর থেকে ৬০০ মিলিয়নেরও বেশি অ্যাপ ডাউনলোড করেছেন, যা ক্ষতিকারক।

চলতি বছরে অ্যান্ড্রয়েড ফোনে ৬০০ মিলিয়ন ক্ষতিকর অ্যাপ ডাউনলোড; তালিকায় রয়েছে বেশ কয়েকটি বিপজ্জনক অ্যাপ
চলতি বছরে অ্যান্ড্রয়েড ফোনে ৬০০ মিলিয়ন ক্ষতিকর অ্যাপ ডাউনলোড; তালিকায় রয়েছে বেশ কয়েকটি বিপজ্জনক অ্যাপ
‘অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার রুখতে দিনরাত পরিশ্রম করছি আমরা’ – এমনই দাবি করেছে গুগল। কিন্তু একটি নতুন সিকিউরিটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, মুখে দাবি করলেও কাজের কাজ কিছুই করছে না টেক জায়ান্ট সংস্থাটি। শুধু তা-ই নয়, ক্যাসপারস্কির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু চলতি বছরেই অ্যান্ড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোর থেকে ৬০০ মিলিয়নেরও বেশি অ্যাপ ডাউনলোড করেছেন, যা ক্ষতিকারক।
বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে। ফলে এই বিপুল সংখ্যক ক্ষতিকারক অ্যাপ ডাউনলোডের তথ্য বিস্ময়কর বই কি! তবে এই সব অ্যাপ স্মার্টফোন না কি ট্যাবে ডাউনলোড করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। তবে ৬০০ মিলিয়নের সংখ্যা দেখে অনুমান করা যায়, দু’ধরনের ডিভাইস মিলিয়েই এই পরিসংখ্যান সামনে এসেছে।
advertisement
গুগল বারবার জানিয়েছে, ম্যালওয়্যার আটকানোকে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। আর প্লে প্রোটেক্ট ফিচার এই ধরনের অ্যাপের বিরুদ্ধে সুরক্ষা দেবে। তবে সিকিউরিটি সংস্থাগুলির অনুসন্ধানে ধরা পড়েছে যে, ক্ষতিকারক অ্যাপের মোকাবিলা করতে গেলে গুগলকে এখনও অনেকটাই খাটতে হবে। প্রসঙ্গত, স্মার্টফোনে ম্যালওয়্যার ইউজারদের জন্য দুঃস্বপ্ন। এর ফলে অনেক গোপনীয় তথ্যও বেহাত হতে পারে।
advertisement
advertisement
ক্যাসপারস্কি বলছে, অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যারের সমস্যা বহু দিনের। তবে আইরেকর্ডার-এর মতো অ্যাপও রয়েছে। যা ঝুঁকি কমায়। গুগল অ্যাপ স্টোরেই পাওয়া যায়। যে কেউ ডাউনলোড করতে পারেন। ইদানীং ইউজাররা বিউটি স্লিমিং ফটো এডিটর, ফটো এফেক্ট এডিটর, জিআইএফ ক্যামেরা এডিটর প্রো-এর মতো অ্যাপ বেশি ব্যবহার করেন। প্রতারকরাও এটা জানে। হুবহু এই সব অ্যাপের ফিচার-সহ নতুন অ্যাপ নিয়ে আসে তারা। সঙ্গে থাকে ম্যালওয়্যার। যা ডাউনলোড করলেই বিপদ। এই তিনটি অ্যাপ ৬ লাখের বেশি ইন্সটল হয়েছে। যা রেকর্ড। এর মধ্যে অনেক ক্লোন অ্যাপও ছিল।
advertisement
বাঁচার উপায়:
১. ইনস্টল করার আগে অ্যাপ কে ডেভেলপ করেছে, তা দেখে নিতে হবে। নামী সংস্থা না হলে ইন্সটল না করাই উচিত।
২. অ্যাপের নিচে স্ক্রোল করে ইউজারদের কমেন্ট পড়া উচিত। রেটিংও দেখে নিতে হবে। এর থেকে অ্যাপ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।
৩. যদি ইউজাররা বলেন যে, অ্যাপ ব্যবহারের ফলে বেশি ব্যাটারি নষ্ট হচ্ছে কিংবা অন্য সমস্যা দেখা দিচ্ছে, তাহলে সেটা এড়িয়ে যাওয়াই শ্রেয়।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Dangerous Apps for Android: খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! অ্যান্ড্রয়েডে ৬০০ মিলিয়ন ক্ষতিকর অ্যাপ ডাউনলোডেই বাড়ছে বিপদ, জানুন তালিকা
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement