Christmas Day: বড়দিনে চুটিয়ে কেনাকাটা করছেন? অনলাইনে বড় ফাঁদ পাতা! এই ১০টি বিষয় মাথায় রাখুন, নাহলে সর্বস্ব খোয়া যেতে পারে

Last Updated:

Christmas Day:এই সময়ে অনলাইনে প্রতারণা বাড়ে। এমনটাই জানানো হয়েছে ভিসা-এর ২০২৪ হলিডে থ্রেটস রিপোর্টে

বড়দিনে চুটিয়ে কেনাকাটা করছেন? অনলাইনে বড় ফাঁদ পাতা! এই ১০টি বিষয় মাথায় রাখুন, নাহলে সর্বস্ব খোয়া যেতে পারে
বড়দিনে চুটিয়ে কেনাকাটা করছেন? অনলাইনে বড় ফাঁদ পাতা! এই ১০টি বিষয় মাথায় রাখুন, নাহলে সর্বস্ব খোয়া যেতে পারে
বড়দিনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তারপরই নতুন বছর। সব মিলিয়ে ছুটির মেজাজ। এই সময় অনেকেই কেনাকাটা করেন। বড়দের পছন্দের জিনিস, ছোটদের উপহার। ই-কমার্স সাইটগুলোতে ভিড় বাড়ে। আর ওঁত পেতে থাকে বিপদ।
হ্যাঁ, এই সময়ে অনলাইনে প্রতারণা বাড়ে। এমনটাই জানানো হয়েছে ভিসা-এর ২০২৪ হলিডে থ্রেটস রিপোর্টে। সাইবার জালিয়াতরা নানারকমভাবে কার্ড হোল্ডারদের ব্যক্তিগত তথ্য এবং টাকাপয়সা হাতানোর ফন্দিফিকির আঁটে। তাই সতর্ক থাকতে হবে। আমেরিকান পেমেন্ট কার্ড সার্ভিসেস কোম্পানি ভিসা কিছু টিপস দিয়েছে। এগুলো মেনে চললে অনলাইন কেনাকাটা হবে সম্পূর্ণ নিরাপদ।
advertisement
advertisement
শুধুমাত্র বিশ্বস্ত এবং নিরাপদ ওয়েবসাইট থেকেই কেনাকাটা করা উচিত। URL-এ “https” এবং ব্রাউজারের বারে প্যাডলক রয়েছে কি না দেখে নিতে হবে। এ থেকে বোঝা যায়, ওয়েবসাইটটি নিরাপদ এবং গ্রাহকের ডেটার সুরক্ষায় এনক্রিপশন ব্যবহার করছে।
খুব সস্তায় কিছু পাওয়া গেলে সতর্ক থাকতে হবে। শিকার ফাঁদে ফেলতে লোভনীয় অফার দেয় প্রতারকরা। কোনও অফার দুর্দান্ত মনে হলেও আদতে তা নাও হতে পারে।
advertisement
নিরাপদ পেমেন্ট মেথড ব্যবহার করা উচিত। অন্যান্য পদ্ধতির তুলনায় পেমেন্ট কার্ড বেশি সুরক্ষিত। সরাসরি মানি ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার, পিয়ার-টু-পিয়ার মোবাইল অ্যাপ ব্যবহার করলে সতর্ক থাকতে হবে। এগুলোকেই টার্গেট করে প্রতারকরা।
advertisement
অজানা নম্বর থেকে মেসেজ বা ই-মেইল এলে সাবধান। আর তাতে যদি কোনও লিঙ্ক থাকে ভুলেও ক্লিক করা যাবে না। ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সংস্থার কাস্টমার সার্ভিসে ফোন করে বা অ্যাপের মাধ্যমে যাচাই করে নেওয়া উচিত।
ডিভাইস এবং সফটওয়্যার সবসময় আপডেট রাখতে হবে। নিয়মিত আপডেটে সিকিউরিটি প্যাচ থাকে। এই ধরণের প্রতারণার বিরুদ্ধে ইউজারকে রক্ষা করে।
advertisement
শক্তিশালী এবং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সঙ্গে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা উচিত। যাতে অ্যাকাউন্টে হানা দেওয়াই প্রতারকের জন্য কঠিন হয়ে যায়।
নিয়মিত ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দেখা উচিত। তাহলে অন্য কেউ লেনদেন করছে কি না ধরা পড়ে যাবে। সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে রিপোর্ট করতে হবে।
advertisement
উৎসবের মরশুমে দাতব্য প্রতিষ্ঠান খুলে বসে প্রতারকরা। এই ধরণের প্রতিষ্ঠান থেকে সাবধান। সর্বস্ব খোয়া যেতে পারে। দান করার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভাল করে জানা উচিত।
প্রয়োজন ছাড়া কখনই কাউকে ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়। প্রতারকরা এআই ব্যবহার করে কন্ঠস্বর নকল করতে সক্ষম। পরিবার বা বন্ধুর পরিচয়ে সর্বস্ব লুটে নিয়ে যাবে।
advertisement
পাবলিক ওয়াইফাই কখনওই নিরাপদ নয়। যে কোনও সময় হ্যাক হতে পারে। তাই হোম নেটওয়ার্ক থেকেই কেনাকাটা করা উচিত। নিরাপত্তার জন্য VPN-ও ব্যবহার করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Christmas Day: বড়দিনে চুটিয়ে কেনাকাটা করছেন? অনলাইনে বড় ফাঁদ পাতা! এই ১০টি বিষয় মাথায় রাখুন, নাহলে সর্বস্ব খোয়া যেতে পারে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement