Tecno POVA 5: বাজারে আসছে Tecno-এর নতুন ফোন! দাম থেকে ফিচার, জেনে নিন এই ফোনের খুঁটিনাটি
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
নতুন Tecno ফোনগুলি এর আগে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করেছিল এবং এই মাসে ভারতে লঞ্চ করা হয়।
Tecno ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন। ভারতে আজ থেকে শুরু হতে চলেছে Tecno কোম্পানির POVA 5 Pro এবং POVA 5 স্মার্টফোনের সেল। নতুন Tecno ফোনগুলি এর আগে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করেছিল এবং এই মাসে ভারতে লঞ্চ করা হয়। Tecno POVA 5 Pro ফোনে ব্যবহার করা হয়েছে নাথিং ফোন ২-এর মতো ডিজাইন। এক নজরে দেখে নেওয়া যাক এই নতুন ফোনের সমস্ত খুঁটিনাটি।
ভারতে Tecno POVA 5 Pro ফোনের দাম –
POVA 5 Pro ফোনের ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ-সহ বেস মডেলের দাম ১৪,৯৯৯ টাকা থেকে শুরু। এছাড়া ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ-সহ এই ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। অন্য দিকে, Tecno POVA 5-এর একমাত্র ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। একটি এক্সচেঞ্জ অফারের মাধ্যমে গ্রাহকরা ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও গ্রাহকরা ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বিকল্পগুলিও বেছে নিতে পারেন।
advertisement
গ্রাহকরা Tecno POVA 5 Pro ফোন সিলভার ফ্যান্টাসি এবং ডার্ক ইলিউশনের দুটি রঙের বিকল্পে পেতে পারেন। অন্য দিকে, POVA 5 ফোনে হ্যারিকেন ব্লু, মেচা ব্ল্যাক এবং অ্যাম্বার গোল্ডের তিনটি রঙের বিকল্প রয়েছে।
advertisement
Tecno POVA 5 Pro ফোনের ফিচার –
– এই ফোনে রয়েছে একটি ৬.৭৮-ইঞ্চির FHD+ ১২০Hz ডিসপ্লে।
– এই ফোনে রয়েছে Mediatek Dimensity 6080 SoC।
advertisement
– এই ফোনে রয়েছে ৮ জিবি RAM + ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ।
– এই ফোনে রয়েছে ৫০MP AI ডুয়াল ক্যামেরা এবং ১৬MP ফ্রন্ট ক্যামেরা।
– এই ফোনে রয়েছে ৫,০০০mAh ব্যাটারি এবং ৬৮W দ্রুত চার্জিং প্রযুক্তি।
– এই ফোন Android ১৩ এর উপর ভিত্তি করে HiOS ১৩.১-তে চলে।
advertisement
Tecno POVA 5 ফোনের ফিচার –
– এই ফোনে রয়েছে একটি ৬.৭৮-ইঞ্চির FHD+ ১২০Hz ডিসপ্লে।
– এই ফোনে রয়েছে MediaTek Helio G99 6nm SoC।
– এই ফোনে রয়েছে ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ।
– এই ফোনে রয়েছে ৫০MP AI ডুয়াল ক্যামেরা এবং ৮MP ফ্রন্ট ক্যামেরা।
– এই ফোনে রয়েছে ৬০০০ mAh ব্যাটারি এবং ৪৫W স্মার্ট চার্জ প্রযুক্তি।
advertisement
– এই ফোন Android ১৩ এর উপর ভিত্তি করে HiOS ১৩.১-তে চলে।
অর্থাৎ Tecno POVA 5 এবং POVA 5 Pro উভয়ই সাশ্রয়ী মূল্যে অনেক কিছু অফার করে। POVA 5 ফোনে ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে একটি ১২০Hz ডিসপ্লে, ৫০MP ক্যামেরা, ৪৫W দ্রুত চার্জিং সহ একটি বিশাল ৬০০০ mAh ব্যাটারি৷ অন্য দিকে, POVA 5 Pro ফোনের ডিজাইন Nothing Phone 2-এর মতো হলেও, কম দামে নানা ফিচার অফার করছে। এই ফোনে একটি ১২০Hz রিফ্রেশ ডিসপ্লে, ৬৮W দ্রুত চার্জিং প্রযুক্তি এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের মতো কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 8:15 PM IST