কোন কোন কোম্পানির কাছে আপনার ডেটা রয়েছে জানেন কি? রইল সহজেই তা ডিলিট করার উপায়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
কোন কোম্পানিতে নিজেদের ডেটা আছে এবং তারা কী ভাবে তা ব্যবহার করছে, সেটি পরীক্ষা করার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে অনলাইনেই সেই পরীক্ষা করা যেতে পারে।
কেন্দ্রীয় সরকার জনগণের ডেটা সুরক্ষিত রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। কিন্তু তা সত্ত্বেও এমন অনেক কোম্পানি রয়েছে, যাদের কাছে মানুষের প্রয়োজনীয় ডেটা মজুত রয়েছে। অনেক সময় জেনে অথবা অজান্তেই মানুষ নিজেরাই এই সব নথি বিভিন্ন কোম্পানিকে দিয়ে থাকে। সেই বিষয়ে তারা নিজেরাও হয়তো জানে না।
এছাড়া ইন্টারনেট ব্যবহার করার সময়েও কিছু মানুষ ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন ওয়েবসাইটে তাদের তথ্য শেয়ার করে। কিন্তু কেউ কি জানেন যে, কোন কোম্পানির কাছে তাঁদের নথি রয়েছে? অনেকেই হয়তো জানেন না যে, এটি অনলাইনে পরীক্ষা করা যেতে পারে এবং নিজেদের নথিগুলি কোথায় ব্যবহার করা হচ্ছে, তা জানা যেতে পারে। এছাড়াও, কেউ যদি চায়, তা-হলে সরাসরি সেটি পুনরুদ্ধার করা যেতে পারে।
advertisement
কোন কোম্পানিতে নিজেদের ডেটা আছে এবং তারা কী ভাবে তা ব্যবহার করছে, সেটি পরীক্ষা করার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে অনলাইনেই সেই পরীক্ষা করা যেতে পারে। এর জন্য saymineapp দেখতে হবে, যা সম্পূর্ণ বিনামূল্যে করা যেতে পারে। এ ছাড়াও গুগলে গিয়েও সরাসরি এই ওয়েবসাইটটি দেখা যেতে পারে। কিন্তু এই অ্যাপটিকে যে কোনও ধরনের অনুমতি দেওয়ার আগে, নিয়মকানুন এবং শর্তাবলী সাবধানে পড়ে নিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
কোন কোম্পানিতে ডেটা রয়েছে, তা পরীক্ষা করার উপায়:
কোন কোম্পানিতে নিজেদের ডেটা উপলব্ধ রয়েছে, তা পরীক্ষা করার জন্য গুগল ক্রোম খুলতে হবে।
গুগল ক্রোম খোলার পরে এতে saymineapp লিখে সার্চ করতে হবে।
advertisement
এর পর সেখানে ৩টি অপশন দেখা যাবে। এর মধ্যে ডিসকভার অপশনে ক্লিক করতে হবে। যেখানে নিজেদের ব্যক্তিগত ডেটা অনলাইনে রয়েছে।
এর পর গেট স্টার্ট অপশনে ক্লিক করতে হবে এবং নামের সঠিক বানান লিখতে হবে।
এর পর সেই তালিকায় সেই সমস্ত সংস্থাগুলি দেখতে পাওয়া যাবে, যাদের কাছে নিজেদের ডেটা উপলব্ধ।
এটি কোথায় ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেকলিস্টে ক্লিক করতে হবে।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
ডেটা পুনরুদ্ধার করার উপায়:
ডেটা পুনরুদ্ধার করার জন্য তৃতীয় বিকল্পটি নির্বাচন করতে হবে।
এখানে অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলার জন্য take action to remove unnecessary data অপশনে ক্লিক করতে হবে।
advertisement
এর পর যে ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন থেকে ডেটা মুছতে হবে, সেখানে ক্লিক করতে হবে।
এক বারে সব জায়গা থেকে মুছে ফেলতে সিলেক্ট অল-এ ক্লিক করতে হবে।
এর পর টেক অ্যাকশনে ক্লিক করার পরে সমস্ত জায়গা থেকে নিজেদের ডেটা মুছে ফেলা যাবে।
অনুরোধ পাঠানোর কয়েক দিন পরে এটি আবার পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে।
Location :
First Published :
December 05, 2022 11:12 AM IST