Wi-fi-এর পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? শিখে নিন সহজে তা খুঁজে পাওয়ার কৌশল

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক সহজে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড খুঁজে পাওয়ার বা পরিবর্তন করার উপায়

বর্তমানে পৃথিবীতে ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্কুলের পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ প্রায় সব কিছুই প্রায় অচল ইন্টারনেট ছাড়া। কেউ ফোনে ইন্টারনেট প্যাক ব্যবহার করেন, আবার কেউ ঘরে Wi-fi লাগিয়ে নেন।
Wi-fi-এর পাসওয়ার্ড ফোন এবং ল্যাপটপে একবার সেভ করলে বারবার চেক করার দরকার হয় না। তার ফলে এমন পরিস্থিতিতে অনেক সময় মানুষ Wi-fi-এর পাসওয়ার্ড ভুলে যান। কিন্তু যখন অন্য ফোনে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়, তখন সমস্যা হয়। তাই এক নজরে দেখে নেওয়া যাক সহজে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড খুঁজে পাওয়ার বা পরিবর্তন করার উপায়।
advertisement
ল্যাপটপে পাসওয়ার্ড খুঁজে পাওয়ার উপায় -
advertisement
স্টেপ ১ - প্রথমেই ল্যাপটপের সঙ্গে Wi-fi সংযুক্ত (Connect) করতে হবে।
স্টেপ ২ - এরপরে টাস্কবারে Wi-fi নেটওয়ার্কের প্রতীকে ক্লিক করতে হবে, যা ডানদিকে রয়েছে। সেখানে 'ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার'-এ ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - এরপর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এ ক্লিক করতে হবে।
advertisement
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
স্টেপ ৪ - এটিতে ক্লিক করার পরে, অনেক নেটওয়ার্ক প্রদর্শিত হবে। এরপর নিজের Wi-fi নেটওয়ার্কে রাইট ক্লিক করুতে হবে এবং এরপর স্ট্যাটাসে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৫ - এরপর Wireless Properties-এ ক্লিক করতে হবে এবং তারপর সিকিউরিটিতে (Security)-তে ক্লিক করতে হবে।
স্টেপ ৬ - এখানে নেটওয়ার্ক Security Key দেখানো হবে। সেখানেই Wi-fi পাসওয়ার্ড রয়েছে। পাসওয়ার্ড লুকানো থাকলে শো ক্যারেক্টারে (show character) এ ক্লিক করলে পাসওয়ার্ড দেখা যাবে।
ফোনে Wi-fi পাসওয়ার্ড খুঁজে পাওয়ার উপায় -
advertisement
স্টেপ ১ - ফোনে Wi-fi পাসওয়ার্ড জানতে ES ফাইল এক্সপ্লোরার ডিভাইস ম্যানেজার ইনস্টল করতে হবে।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
স্টেপ ২ - এরপর ডিভাইস স্টোরেজে ES ফাইল এক্সপ্লোরার খুলতে হবে।
স্টেপ ৩ - এর পরে Data নামের ফোল্ডারটি খুলতে হবে এবং তারপর Misc নামের ফোল্ডারটি খুলতে হবে।
advertisement
স্টেপ ৪ - এর পরে Wi-fi ফোল্ডারটি খুলতে হবে।
স্টেপ ৫ - Wi-fi ফোল্ডারে wpa_suppicant.cofig নামে একটি ফাইল থাকবে। সেটি ES ফাইল এক্সপ্লোরার দিয়ে খুলতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Wi-fi-এর পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? শিখে নিন সহজে তা খুঁজে পাওয়ার কৌশল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement