OnePlus 13: শীঘ্রই বাজার কাঁপাতে আসছে OnePlus 13, দুর্দান্ত ক্যামেরা-শক্তিশালী ব্যাটারি, দাম কত? দেখে নিন সম্পূর্ণ ফিচার

Last Updated:

OnePlus 13: সবার আগে চিনের বাজারে লঞ্চ হবে OnePlus 13। প্রাথমিকভাবে চিন কোম্পানির হোম মার্কেট। তারপর ধীরে ধীরে ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা হবে, যেখানে ব্র্যান্ডের শক্তিশালী উপস্থিতি রয়েছে।

শীঘ্রই বাজারে কাঁপাতে আসছে OnePlus 13
শীঘ্রই বাজারে কাঁপাতে আসছে OnePlus 13
চলতি বছরেই বাজারে আসছে OnePlus 13। গ্রাহকের প্রত্যাশার অনেক আগেই লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আগামী দু-এক মাসের মধ্যে এই ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে পারে কোম্পানি।
সবার আগে চিনের বাজারে লঞ্চ হবে OnePlus 13। প্রাথমিকভাবে চিন কোম্পানির হোম মার্কেট। তারপর ধীরে ধীরে ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা হবে, যেখানে ব্র্যান্ডের শক্তিশালী উপস্থিতি রয়েছে। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে কোম্পানির তরফে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের শুরুতে লঞ্চ হবে OnePlus 13। জানা যাচ্ছে, স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ৪, যা অক্টোবরে হাওয়াইতে অনুষ্ঠিত হতে চলা স্ন্যাপড্রাগন সামিটে ঘোষণা করা হবে।
advertisement
advertisement
এখনও পর্যন্ত লঞ্চের বিষয়ে কোম্পানি কিছু জানায়নি। তবে অনুমান করা হচ্ছে, লঞ্চের তারিখ হতে পারে ১১ নভেম্বর। OnePlus 13-কে এই দিন চিনের বাজারে আনার পরিকল্পনা করেছে কোম্পানি। তারপর ধীরে ধীরে ভারত সহ অন্যান্য বাজারেও পা রাখবে কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন।
advertisement
স্মার্টফোনের ফিচার নিয়ে জল্পনা কল্পনা চলছে। জানা যাচ্ছে, ক্যামেরার জন্য নতুন ডিজাইন করা হয়েছে। Oppo এর Find X7 Ultra-তে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর এবং দুটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকে। যার মধ্যে একটিতে 6x অপটিক্যাল জুম করা যায়। OnePlus 13-এও এই ধরণের ফিচার থাকতে পারে। পাশাপাশি 2K ডিসপ্লে থাকবে। নিরাপত্তার জন্য আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট ফিচার আনা হতে পারে।
advertisement
সম্ভবত OnePlus 13 হতে চলেছে 6000mAh ব্যাটারির প্রথম ফোন যাতে 100W দ্রুত চার্জিং হবে। সম্প্রতি কোম্পানি এমনটাই ঘোষণা করেছে। পাশাপাশি সর্বাধুনিক হার্ডওয়্যার প্যাক তো থাকছেই। ধুলো এবং জল প্রতিরোধে IP69 রেটিং সহ প্রথম ফোনের তকমাও থাকবে OnePlus 13-এর কপালে।
advertisement
এই আপগ্রেডগুলোর কারণে OnePlus 13-এর দাম বাড়তে চলেছে। ভারতের বাজারে ৭০ হাজার টাকার কাছাকাছি দাম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অবশ্য OnePlus-এর ফ্ল্যাগশিপ ফোনের দাম এর আশপাশেই থাকে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus 13: শীঘ্রই বাজার কাঁপাতে আসছে OnePlus 13, দুর্দান্ত ক্যামেরা-শক্তিশালী ব্যাটারি, দাম কত? দেখে নিন সম্পূর্ণ ফিচার
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement