Gmail: আক্রমণের মুখে পড়েছে Gmail; নতুন ইমেল অ্যাপে যাওয়ার এই ভুল ভুলেও করবেন না

Last Updated:

Gmail: বর্তমানে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে Google-এর জনপ্রিয় কমিউনিকেশন প্ল্যাটফর্ম Gmail। কারণ ভয়ঙ্কর বিপজ্জনক আক্রমণকারীরা হ্যাক করতে পারে এই প্ল্যাটফর্ম।

News18
News18
বর্তমানে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে Google-এর জনপ্রিয় কমিউনিকেশন প্ল্যাটফর্ম Gmail। কারণ ভয়ঙ্কর বিপজ্জনক আক্রমণকারীরা হ্যাক করতে পারে এই প্ল্যাটফর্ম। আসলে এআই-পরিচালিত হ্যাক অ্যাটাকের মুখে পড়ে Gmail সংবাদ শিরোনামে উঠে এসেছে। যেটিকে সাইবার হামলার গুরুতর ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এই প্ল্যাটফর্মে রয়েছে ২.৫ বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী। যদি হ্যাকাররা হামলা চালায়, তাহলে ব্যবসা-সহ প্রচুর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা। আর বহু ব্যবহারকারীর জন্য এই খবরটি বেশ চাপের। তাই তাঁরা অন্যান্য প্ল্যাটফর্মে স্যুইচ করতে চাইছেন। যদিও এটা সমাধান হতে পারে না। বরং ব্যবহারকারীরা আরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারেন। তাহলে Gmail-এর নিরাপত্তা কেন ঝুঁকির মুখে পড়েছে এবং নিরাপদ থাকার জন্য ব্যবহারকারীদের কী করতে হবে, সেই সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
ঝুঁকির মুখে Gmail: যা যা জেনে রাখা জরুরি:
Google-এর নিরাপত্তা পরিকাঠামো বর্তমানে বড়সড় ঝুঁকির মুখে পড়েছে। কারণ এআই পরিচালিত আক্রমণের সাহায্যে প্রাচীর ভাঙার চেষ্টা করছে হ্যাকাররা। এটি প্ল্যাটফর্মটিকে ব্যক্তিগত ডেটা, ইমেল ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর ডেটা আপোস করার একটি বিশাল ঝুঁকির মুখে ফেলেছে। এর পাশাপাশি শুধু Gmail নয়, কিন্তু Microsoft-এর Outlook-সহ অন্যান্য মেলিং অ্যাপও বর্তমানে ব্যাপক ঝুঁকির আওতায় রয়েছে। আর অন্য ইমেল সার্ভিসে স্যুইচ করা কিন্তু একেবারেই ভাল বিকল্প নয়। কারণ ফিশিং অ্যাটাকের মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা। নিরাপত্তা-ভিত্তিক Proton Mail প্ল্যাটফর্ম আবার এই ধরনের আক্রমণের ক্ষেত্রে দুর্বল। যা ব্যবহারকারীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
advertisement
advertisement
অন্য নতুন ইমেল অ্যাপে স্যুইচ করা চলবে না, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে:
ফোর্বসের একটি রিপোর্টে দাবি, এই সময়ে অন্য প্ল্যাটফর্মে স্যুইচ না করাই ভাল। কারণ এতে সমস্যার সমাধান হবে না। কিন্তু অনলাইন পরিবর্তন করা হলে ব্যক্তিগত ডেটা নিরাপদ করার ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়বে। Google-এর বক্তব্য, সেন্ডারের মধ্যে অস্বাভাবিক আচরণ ধরা পড়লে প্ল্যাটফর্ম থেকে ইউজার ওয়ার্নিং পাঠানো হয়। সেই কারণে এই ধরনের ওয়ার্নিং যদি আসে, তাহলে কোনও ইমেলে ক্লিক করা যাবে না। কিংবা অজ্ঞাতপরিচয় প্রেরকের দ্বারা পাঠানো লিঙ্কেও ক্লিক করা যাবে না। দ্বিতীয়ত মেল, টেক্সট মেসেজ অথবা ফোন কলের মাধ্যমে নিজের ব্যক্তিগত তথ্য দেওয়া এড়িয়ে চলতে হবে। সেই সব মেল অথবা মেসেজ থেকে সতর্ক হতে হবে, যা আর্জেন্সি প্রদর্শন করে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Gmail: আক্রমণের মুখে পড়েছে Gmail; নতুন ইমেল অ্যাপে যাওয়ার এই ভুল ভুলেও করবেন না
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement